বাংলাহান্ট ডেস্ক : ছেলেমেয়েরা দেখতে দেখতে কেমন বড় হয়ে যায়, বাবা মা টেরও পান না। শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং রাজ চক্রবর্তীর ক্ষেত্রেও হয়েছে এমনটাই। এই তো গত বছর ৩০ শে নভেম্বর দ্বিতীয় কন্যা সন্তান ইয়ালিনীর জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। দেখতে দেখতে বছর ঘুরে এসে পড়ল তার জন্মদিন। আর ইয়ালিনীর প্রথম জন্মদিনে অনুরাগীদের জন্যও রাজ শুভশ্রী (Subhashree Ganguly) আনলেন এক বিরাট সারপ্রাইজ।
এক বছর হল রাজ শুভশ্রীর (Subhashree Ganguly) মেয়ে ইয়ালিনীর
এক বছরে পা দিল ইয়ালিনী। আর এদিনই সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করলেন রাজ শুভশ্রী (Subhashree Ganguly) দুজনেই। পরিচালক বিধায়কের কোলে দেখা গেল এক খুদে সদ্যোজাত শিশুকে। শুভশ্রীও খুদেকে বুকে আঁকড়ে ছবি শেয়ার করেছেন। কী ভাবছেন, কে এই পুঁচকে? এই মিষ্টি খুদেই তো রাজ শুভশ্রীর আদরের রাজকন্যা ইয়ালিনী। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে এই না দেখা ছবিগুলিই শেয়ার করেছেন তারকা দম্পতি।
একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাজ শুভশ্রী: প্রথম সন্তান ইউভানের জন্মের পরপরই সদ্যোজাতের ছবি হাসপাতাল থেকে শেয়ার করেছিলেন রাজ। কিন্তু ইয়ালিনীর ক্ষেত্রে তেমনটা হয়নি। দীর্ঘদিন পর্যন্ত মেয়েকে আড়ালেই রেখেছিলেন তাঁরা। তবে পরবর্তীতে ইয়ালিনীর ছবি সবার সঙ্গে ভাগ করে নিলেও তাঁর জন্মের পরবর্তী সময়ের ছবি অদেখাই রয়ে গিয়েছিল। এবার অনুরাগীদের সেই ক্ষোভও মিটিয়ে দিলেন রাজ শুভশ্রী (Subhashree Ganguly)।
আরো পড়ুন : জামাইবাবু ইউনূসের বাংলাদেশে জ্বলছে অশান্তির আগুন! চিন্তায় বর্ধমানে অসুস্থ শ্যালক, জানালেন…..
বড় দাদার দায়িত্ব পালন করছে ইউভান: ছবিগুলি শেয়ার করতেই নেটিজেনরা আদরে ভরিয়ে দিয়েছেন। এর মধ্যে বড় দাদা ইউভানেরও বেশ কিছু ছবি শেয়ার করেছেন রাজ শুভশ্রী (Subhashree Ganguly)। সেখানে দেখা গিয়েছে, বড় দাদার মতোই ছোট বোনকে কোলে নিয়ে বসে রয়েছে ইউভান। কোনো ছবিতে আবার দেখা যাচ্ছে, ঘুমন্ত ইয়ালিনীর মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে ইউভান।
আরো পড়ুন : ৩ ডজন মেশিন ১০ দিন ধরে গুনেছিল টাকা! এই সাংসদের বাড়িতে হয় দেশের সবথেকে বড় আয়কর হানা
রাজ শুভশ্রী আগেই জানিয়েছিলেন, ইউভানের জন্মের কয়েক বছর পরেই তার জন্য এক ভাই বা বোন আনার পরিকল্পনা ছিল তাঁদের। তেমনটাই করেছিলেন তাঁরা। এখন দুই ছেলে মেয়েকে নিয়েই দারুণ ভাবে কেটে যাচ্ছে তারকা দম্পতির দিনগুলো।