রাজস্থানে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে নিজেদের বুক অবধি মাটিতে পুঁতে দিলেন কৃষকরা, হয়নি প্রতিশ্রুতি পূরণ

জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষের জমি অধিগ্রহণের চেষ্টার প্রতিবাদ করার জন্য প্রায় ৫১ জন কৃষক, পুরুষ ও মহিলা উভয়ই তাদের নিকটবর্তী একটি গ্রামে বুকের গভীরে কবর দিয়েছিলেন। কারন চাষের জমি নিয়ে আবাসন প্রকল্প তৈরি করবে জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ।  এই নিয়ে অনেক বিরোধিতা করা সত্ত্বেও নিজেদের জমি বাঁচাতে সক্ষম হননি কৃষকরা। আর এরপরেই নিজের মাটি বাচাঁতে , আর মাটি খুঁড়ে বুক পর্যন্ত সমাধিস্থ হয়ে ‘জমিন সমাধি সত্যাগ্রহ’ করে অভিনব উপায়ে প্রতিবাদ জানাতে আরম্ভ করেন ২১ জন কৃষক।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর শহর সংলগ্ন নিন্দার গ্রামে।  আর ইতিমধ্যেই এই ঘটনা চলে এসেছে লোক সমাজে। কারন সোমবার এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসে । আর তারপরের ক্ষন থেকেই  বিতর্ক শুরু হয়েছে দেশজুড়ে। ২০১১ সালে এই পরিকল্পনা শুরু হয়েছিলো কিন্তু তারপর থেকেই তা আর হয়েনি। ।

২০১৭ সালে ফের ১৩০০ বিঘা জমি জোর করে অধিগ্রহণ করতে যায় জয়পুর উন্নয়ন কর্তৃপক্ষ। কিন্তু এখাঙ্কার মানুষ যারা মাটির ওপর জিবিকা নির্ভর করে বেচে আছেন। তারা শুরু থেকেই বিরোধিতা জরে এসেছেন। কিন্তু তাতেও কন কাজ হয়নি।  নিন্দর বাঁচাও কিশোর সংঘর্ষ সমিতির আহ্বায়ক নাগেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, গত দশ বছর ধরে এই প্রতিবাদ চলছিল। তিনি এটিকে “সত্যাগ্রহ” হিসাবে বর্ণনা করেছিলেন।কৃষকরা দাবি করেছেন যে রাজস্থানে এখন ক্ষমতায় থাকা কংগ্রেস সরকার গঠনের আগে তাদের প্রতিবাদকে সমর্থন দিয়েছে কিন্তু তাদের দাবিতে রাজি হয়নি।

গত বছর থেকে এই প্রতিবাদ চলে আসছে । কিনু সরকার আশ্বাস দেন যে এবার এই সমস্যার সুরাহা হবে। এরপরে রাজ্য সরকারের তরফে আশ্বাস দেওয়া হয় ৫০ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। কিন্তু তা হয়নি, এই কারনে গত রবিবার থেকে ফের শুরু হয়েছে আন্দোলন। তারা জানায় যে আন্দোলন চলবে , যতদিন পর্যন্ত সরকার কন পদক্ষেপ না নেবে ততদিন এই আন্দোলন চলবে।

সম্পর্কিত খবর