মানবতা ভুলল রাজস্থান সরকার! খাওয়া-দাওয়া দেওয়া তো দূরের কথা, জোর করে খালি করা হচ্ছে শেল্টার হোম

বাংলা হান্ট ডেস্কঃ গোটা ভারতে (India) করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে, করোনা ভাইরাস থেকে দেশের মানুষকে বাঁচাতে গোটা দেশে লকডাউন জারি আছে। আর এই লকডাউনের কারণে দিনমজুর এবং পরিযায়ী শ্রমিকদের মাথায় বাজ ভেঙে পড়েছে। প্রতিদিন কামাই করা আর খাওয়া মানুষদের কাছে এবার রেশনের অভাব দেখা দিচ্ছে। আর সেই কারণে রাস্তায় নেমে পায়ে হেঁটেই বাড়ি রওনা দিচ্ছেন শ্রমিকেরা।

করোনার প্রকোপ সবথেকে বেশি পড়েছে শ্রমিক শ্রেণীর মানুষদের উপর। তাদের অবস্থা আগে থেকেই শোচনীয় ছিল, আর এবার অবস্থা ভয়াবহ হয়ে গেছে। দিন-রাত পরিশ্রম করার পর তাদের পেটে দুবেলার খাবার জুটত। আর এই করোনা সেই সমস্ত শ্রমিকদের কোমর ভেঙে দিয়েছে।

কাজ বন্ধ হওয়ার কারণে শ্রমিকেরা নিজদের বাড়ির দিকে রওনা দিয়েছে। তাদের আশা একটাই যে, গ্রামে পৌঁছালে কেউ না কেউ তাদের সাহায্য করবে আর তাদের খালি পেটে শুতে হবে না। কিন্তু তাদের এই স্বপ্ন অতটাও সহজ না। একদিকে গরম, আরেকদিকে পুলিশের কড়াকড়ি এই শ্রমিকদের জন্য বড় সমস্যা তৈরি করছে।

আরেকদিকে রাজস্থানে এই অবস্থায় এক অমানবিক চিত্র উঠে এসেছে। সেখানে জেলা প্রশাসনের তরফ থেকে যেই আশ্রয় স্থল গুলো শ্রমিকদের জন্য খোলা হয়েছিল। সেগুলোকে এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। অবাক করা কথা হল, অনেক আশ্রয় স্থলে শ্রমিকেরা আশ্রয় নিয়েছে, আর সেখান থেকে তাদের বের করে দেওয়া হচ্ছে। আর সেই কারণে শ্রমিকেরা এখন পায়ে হেঁটেই বাড়ি ফেরার লক্ষ্য নিয়েছে। শাশ্ত্রি নগরের খন্ডেবাল সার্বজনীন কেন্দ্রে থাকা প্রায় আধা ডজন শ্রমিককে বাইরে বের করে দেওয়া হয়েছে। মাথার উপরে ছাদ না থাকার কারণে, এবার তাঁরা পায়ে হেঁটেই বাড়িতে রওনা দিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর