সিবিআই-এর নোটিশ পেলেও,এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্সে পৌঁছাননি রাজীব কুমার

 

বাংলা হান্ট ডেস্ক : কলকাতার প্রাক্তন পুলিশ আধিকারিক রাজীব কুমারের গ্রেফতারি নিয়ে বেশ কিছুদিন ধরেই জল ঘোলা হচ্ছে। গত শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর রাজীব কুমারের গ্রেফতারির উপর থেকে সকল রক্ষাকবচ উঠে গিয়েছে। ঐদিন হাইকোর্ট রায় দেন, “তদন্তের প্রয়োজনে সিবিআই কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে গ্রেফতার করতে পারে। ”

আদালতের নির্দেশের পর ওই দিনই রাজীব কুমারের বাড়িতে নোটিশ পাঠায় সিবিআই। জানা গিয়েছে, সেই সময় বাড়িতে পাওয়া যায় না রাজীব কুমারকে।সেকারণেই রাজিব কুমারের বাড়িতে যে উপস্থিত ছিল তার হাতেই ওই নোটিশ দিয়ে আসে সিবিআই।

প্রসঙ্গত, সারদা সহ অন্যান্য চিটফান্ড কাণ্ডের রাজ্য সরকারের যে গঠিত সিট গঠন হয়েছিল সেই দলে ছিলেন রাজীব। তখন তিনি ছিলেন বিধাননগরের নগরপাল। এই তদন্ত চলাকালীন তার ভূমিকা কি ছিল খতিয়ে দেখতে চায় সিবিআই। এর পাশাপাশি তার বিরুদ্ধে অনেক গোপন তথ্য গায়েব করার অভিযোগ উঠেছে। তাকে বেশ কিছুদিন ধরে জেরা করে সিবিআই। সূত্রের খবর, একাধিকবার তাকে জেরা করলেও বেশ কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।

hunt 45
কলকাতা সিবিআই তাকে তলব করলে, তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব।সেই সময় আদালতের নির্দেশ ছিল, “আপাতত গ্রেফতার করা যাবেনা রাজীব কুমারকে। তবে তাকে জেরা করা যেতেই পারে।”

আজ তাকে হাজিরার জন্য সল্টলেকের সিজিও কম্পলেক্সে ডাকা হলেও এখনো পর্যন্ত সেখানে পৌছায়নি কলকাতা পুলিশের প্রাক্তন অধিকারিক রাজীব কুমার। আজ সকাল ১০ টায় সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার কথা ছিল তার।

সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে, এখনো পর্যন্ত সিজিও কমপ্লেক্সে পৌঁছানোর সময়সীমা পার হয়ে যায়নি। তিনি আরও পরে আসবেন কিনা অথবা কোনো প্রতিনিধি পাঠিয়ে কোনো বার্তা পাঠাবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। সিবিআই তরফ থেকে জানানো হয়েছে, রাজীবের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে কিছুতেই যোগাযোগ করা যায়নি। তবে সিবিআই সূত্রে আরও জানা যাচ্ছে, আজ যদি সিজিও কমপ্লেক্সে রাজীব কুমার না আসেন তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আইনি সেলের সঙ্গে পরামর্শ করে তা ঠিক করা হবে।

সম্পর্কিত খবর