বড় খবরঃ রাজীব গান্ধী ফাউন্ডেশন সমেত তিনটি ট্রাস্টের ফান্ডিংয়ের তদন্তের নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রক

বাংলা হান্ট ডেস্কঃ গান্ধী পরিবার দ্বারা পরিচালিত রাজীব গান্ধী ফাউন্ডেশনের (Rajiv Gandhi Foundation) উপর অভিযোগ উঠছিল যে, এই ফাউন্ডেশনে চীন বড়সড় আর্থিক সহায়তা করেছিল। শুধু তাই নয়, কংগ্রেস আমলে মনমোহন সিং অর্থমন্ত্রী থাকাকালীন এই ফান্ডে সরকারি কোষাগার থেকেও আর্থিক সহায়তা করার চেষ্টা করা হয়েছিল। যদিও বিরোধী দল গুলোর বিরোধিতার কারণে এই প্রয়াসে সফল হয়নি সরকার। এবার রাজীব গান্ধী ফাউন্ডেশনের উপর ওঠা অভিযোগের মধ্যে সরকার এই সংস্থার ফান্ডিংয়ের তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে।

   

স্বরাষ্ট্র মন্ত্রালয়ের (Home Ministry) তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান কাজ হল এই সংস্থার ফান্ডিং আর এই সংস্থা দ্বারা করা অনিয়মের তদন্ত করা। এই কমিটির নেতৃত্বে এনফোর্সমেন্ট অধিদপ্তর (Enforcement Directorate) এর বিশেষ নির্দেশক থাকবেন। এই কমিটির তদন্তের আওতায় রাজীব গান্ধী চ্যারিটিবল ট্রাস্ট আর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট দ্বারা করা আইনের লঙ্ঘনও থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ট্যুইট করে লেখেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটিবল ট্রাস্ট আর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের তদন্তের জন্য একটি সমিতি গঠন করা হয়েছে। এই সমিতি PMLA, আয়কর আইন, এফসিআরএ-এর বিভিন্ন আইন কানুন লঙ্ঘনের তদন্ত করবে। ED এর বিশেষ নির্দেশক সমিতি এই দায়িত্ব সামলাবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর