ভারতের নয়া নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার, দায়িত্ব নেবেন ৩১ শে আগস্ট

বাংলাহান্ট ডেস্কঃ রাজীব কুমার (Rajiv Kumar) ভারতের (India) নয়া নির্বাচন কমিশনের পদে বহাল হচ্ছেন। নির্ধারিত কার্যকালের মেয়াদ শেষ হবার পূর্বেই গত মঙ্গলবার নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন অশোক লাভাসা। এরপরই শুক্রবার আইন মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব রাজীব কুমার এবার নির্বাচন কমিশনের দায়িত্ব নিতে চলেছেন।

নতুন পদের অধিকার
নির্ধারিত মেয়াদকাল শেষ হবার পূর্বেই মঙ্গলবার ইস্তফা দিয়েছিলেন অশোক লাভাসা। বর্তমান সময়ে মেয়াদের শেষ দিন নির্ধারিত হয়েছে আগামী ৩১ শে আগস্ট। এই ৩১ শে আগস্টই এসিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রসিডেন্ট হিসাবে যোগ দেবেন তিনি। দিবাকর গুপ্তার জায়গায় আসিন হচ্ছেন অশোক লাভাসা। আবার ওই একইদিনে অশোক লাভাসার ইস্তফা দেওয়া জায়গায় নির্বাচন কমিশনের দায়িত্ব নেবেন ১৯৮৪ ব্যাচের ঝাড়খণ্ড ক্যাডারের আইএএস অফিসার রাজীব কুমার।

লোকসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকতে পারেন
এই নব নিযুক্ত নির্বাচন কমিশন রাজীব কুমারের মেয়াদ কাল থাকছে ২০২৫ সাল অবধি। অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকতে পারেন তিনি। আবার এদিকে ২০২১ সালে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার অবসরের পর সেই জায়গায় অশোক লাভাসার নিযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজীব কুমারের কৃতিত্ব
১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে যুক্ত করে মাত্র ৪ টি নিয়ে আসার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে রাজীব কুমারের। তবে বর্তমানে ২০২৩ সালের ২৮ শে এপ্রিল অবধি পাবলিক এন্টাপ্রাইসেস সিলেকশন বোর্ডের চেয়ারম্যান পদের অধিকারী ছিলেন তিনি। মেয়াদ কাল শেষ হবার পূর্বেই ভারতের নির্বাচন কমিশনের পদ লাভ করতে চলেছেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর