ব্রেন ডেথের পরিস্থিতিতে কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব, ঈশ্বরের শরণাপন্ন পরিবার

বাংলাহান্ট ডেস্ক: অবস্থার আরো অবনতি হচ্ছে কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav)। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর থেকে অচৈতন‍্য হয়েই পড়েছিলেন রাজু। এখন তাঁর আরোই পরিস্থিতি আরোই খারাপ হয়ে গিয়েছে বলে খবর। ব্রেন ডেথের পর্যায়ে চলে গিয়েছেন রাজু শ্রীবাস্তব।

শরীরচর্চা করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রাজু। তড়িঘড়ি দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছিল তাঁকে। তারপর থেকে অচৈতন‍্য অবস্থায় ছিলেন তিনি। চিকিৎসাতেও সাড়া দিচ্ছিলেন না। রাজুর মুখ‍্য পরামর্শদাতা অজিত সাক্সেনা এদিন সংবাদ মাধ‍্যমকে এক খারাপ খবর দিয়েছেন।


হাসপাতালের চিকিৎসকরা নাকি জানিয়েছেন, রাজু শ্রীবাস্তবের মস্তিষ্ক কাজ করছে না। প্রায় ব্রেন ডেথের পর্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি। সমস‍্যা হচ্ছে হৃদযন্ত্রেও। অজিত সাক্সেনা বলেন, “আমরা সবাই খুব চিন্তায় রয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। পরিবারের সদস‍্যরাও কিছু বুঝতে পারছেন না।”

রাজু শ্রীবাস্তবের খবর এসে পৌঁছানো মাত্রই শোরগোল পড়ে গিয়েছে তাঁর ভক্তদের মধ‍্যে। কানপুরে কৌতুকশিল্পীর বাড়িতে জড়ো হচ্ছেন পরিবার পরিজনেরা। রাজু শ্রীবাস্তবের ব‍্যক্তিগত সহকারী জানান, গতকাল রাতে মস্তিষ্কে ফোলাভাবের পর থেকেই কৌতুকশিল্পীর পরিস্থিতির অবনতি হয়। চিকিৎসকরা নাকি একটি ইঞ্জেকশন দেওয়ার পরেই ফোলাভাব হয়েছে। চিকিৎহকরা এও মনে করছেন, ফোলাভাব কমলে হয়তো রাজু শ্রীবাস্তবের পরিস্থিতির উন্নতিও হতে পারে।

এক সপ্তাহ হয়ে গেল হাসপাতালে ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব। কৌতুকশিল্পীর মেয়ে জানিয়েছিলেন, বিভিন্ন জায়গায় একা একাই যাতায়াত করতেন তিনি। তাই ঠিক করেছিলেন ফিট থাকতে শরীরচর্চা করবেন। নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করতেন রাজু। তাঁর হৃদযন্ত্র সংক্রান্ত কোনো সমস্যা ছিল না বলেই জানান মেয়ে অন্তরা। গোটা বিষয়টাতেই খুব চমকেছেন কৌতুকশিল্পীর পরিবারের লোকেরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর