কংগ্রেস থেকে ইস্তফা দিলেন দুই বিধায়ক! নিখোঁজ তিন! মধ্যপ্রদেশের পর আরও একটি রাজ্যে বিপাকে কংগ্রেস

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যসভার নির্বাচনের ঠিক আগে কংগ্রেস (Congress) গুজরাটে (Gujarat) বিজেপির (BJP) বিধায়ক দ্বারা কেন-বেচার ভয়ে তঠস্থ। আর এরই মধ্যে খবর আসছে যে কংগ্রেসের দুই বিধায়ক ইস্তফা দিয়ে দিয়েছেন, এবং আরও তিনজন বিধায়কের খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও এখনো পর্যন্ত এই খবর কতটা সত্য সেটা জানা যায়নি।

আপনাদের জানিয়ে দিই, কংগ্রেস নিজেদের ১৪ জন বিধায়ককে আগেই রাজস্থানে শিফট করে দিয়েছে। সুত্র অনুযায়ী, আজ ইস্তফা দেওয়া দুই কংগ্রেস বিধায়ক এবং নিখোঁজ তিন কংগ্রেস বিধায়ক বিজেপির সাথে যোগাযোগে আছে। আরেকদিকে গুজরাটে আর ৩৬ জন কংগ্রেস বিধায়ককে রাজস্থানের উদয়পুরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কংগ্রেসের ভয় হল যে, বিজেপির তাঁদের বিধায়কদের ক্রস ভোটিং দিতে বাধ্য করতে আপ্রে। গুজরাট রাজ্যসভার ৪ আসনের জন্য শুক্রবার বিজেপি তিনজন এবং কংগ্রেস দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। আগামী ২৬ মার্চ গুজরাটে রাজ্যসভার নির্বাচন হবে। বিধায়কদের নিখোঁজ হওয়ার প্রশ্নে কংগ্রেস বিধায়ক হিম্মত সিং প্যাটেল বলেন সবকিছুঁই ঠিক আছে। সব দলের নিজের নিজের রণনীতি থাকে, এটা শুধু সেটারই অংশ।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর