‘দিল্লি গেলে সংক্রমণ হবে, তাই হল’, প্রিয় বন্ধু ঋষির মৃত‍্যু নিয়ে বিষ্ফোরক বয়ান রাকেশ রোশনের

বাংলাহান্ট ডেস্ক: গত মাসে বলিউডের (bollywood) জন‍্য ছিল এক কালো সময়। পরপর দুবার ঘটেছে নক্ষত্রপতন। গত ৩০ এপ্রিল প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর (Rishi kapoor)। এ হিন্দি সিনেমার জন‍্য নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। অভিনেতার মৃত‍্যুতে শোকাহত হয়েছেন তাঁর অগুন্তি ভক্ত, তীর্থরা। শোকপ্রকাশ করেছেন ঋষির অত‍্যন্ত কাছের বন্ধু রাকেশ রোশন (rakesh roshan)। ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানান, আগেই জানতেন এমনটা হবে।
রাকেশ রোশন ও ঋষি কাপুরের গাঢ় বন্ধুত্বের কথা কারওরই অজানা নয়। বন্ধুর মৃত‍্যুতে শোকাহত রাকেশ জানান, তিনিও ক‍্যানসারে আক্রান্ত ছিলেন কিন্তু তাঁর ক‍্যানসারের প্রকৃতি ভিন্ন ছিল। সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমকে দেওয়া বিবৃতিতে তিনি জানান, ফেব্রুয়ারিতে ঋষি তাঁকে বলেন দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। তখনই তিনি মানা করেছিলেন তাঁকে। দিল্লি গেলে সংক্রমণের সম্ভাবনা আছে, এই কারনেই বারন করেছিলেন তিনি। কিন্তু তাঁর কথা শোনেননি অভিনেতা।

rishi kapoor
শোকাহত রাকেশ দুঃখ করে বলেন, তাঁর কথা শুনলে এমন দিন দেখতে হত না‌। প্রসঙ্গত, সংক্রমণের সম্ভাবনা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋষি কাপুর। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছিলেন সংক্রমণ হয়েছে তাঁর। তবে হয়তো দূষনের কারনেই দেখা দিয়েছে সংক্রমণ, এমনটাও জানিয়েছিলেন অভিনেতা।
কিন্তু এবারে আর লড়াইয়ে জিততে পারেননি ঋষি। ৩০ এপ্রিল সকালে মুম্বইয়ের এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। আগের দিন রাতেই অসুস্থ ঋষি কাপুরকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সকালেই আসে তাঁর মৃত‍্যু সংবাদ। ভাই রণধীর কাপুর ভারাক্রান্ত হৃদয়ে প্রথম শোনান এই খবর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর