করোনায় মানুষ মরছে দেশে, এদিকে মাস্ক খুলে নাটক করছেন রাখি! তীব্র সমালোচনা নেটজনতার

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) তিনি পরিচিত ‘ড্রামা কুইন’ নামে। যাই করেন সবই একটু ‘হটকে’। বলা হচ্ছে, রাখি সাওয়ান্তের (Rakhi sawant) কথা। সব বিষয়েই নিজের মতামত জাহির করতে পছন্দ করেন তিনি। সম্প্রতি বিগ বস ১৪ তে প্রতিযোগী হিসাবে লড়াই করতেও দেখা গিয়েছিল রাখিকে।

একাধিক বার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কের সম্মুখীন হয়েছেন রাখি সাওয়ান্ত। কিন্তু তা সত্ত্বেও চৈতন‍্য হয় না তাঁর। সম্প্রতি রাখির একটি ভিডিও তুমুল ভাইরাল হচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়। তবে এই ভিডিওর জন‍্য বেশ সমালোচনার সম্মুখীনও হতে হয়েছে তাঁকে।

796899 rakhi sawant crop
ভিডিওতে দেখা যাচ্ছে গাড়িতে ওঠার সময় রাখিকে ঘিরে ধরেছে পাপারাৎজি। অভিনেত্রীও খুব নাটকীয় ভাবে দু হাত আকাশের দিকে তুলে বলছেন, ‘হে ঈশ্বর আমার দেশবাসীকে রক্ষা করো। আমি তোমাকে ভালবাসি। করোনা ভাগ যায় ইঁহাসে।’

ভিডিওটি ভাইরাল হতেই সমালোচনার বন‍্যা বয়ে গিয়েছে। যেখানে করোনার দ্বিতীয় ঢেউয়ে হাজার হাজার মানুষ মরছে সেখানে রাখি মাস্ক খুলে কিভাবে ক‍্যামেরার সামনে এলেন? প্রশ্ন তুলছে নেটিজেনরা। একজন লিখেছেন, মানুষ মরে যাচ্ছে করোনায়। আর এই তারকাদের শুধু ফুটেজ পাওয়ার চিন্তা।

https://www.instagram.com/p/CN-HIEQDNZ2/?igshid=11tvebq2h6npn

সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় বাজার করতে দেখা যায় রাখিকে। তাঁকে দেখতে পেয়েই ঘিরে ধরে পাপারাৎজি। নিজের স্বভাব মতোই সবার সঙ্গে বেশ মজা মসকরা করতে দেখা যায় রাখিকে। হাতে একটা মুলো নিয়ে তিনি সেটা তলোয়ারের মতো চালাতে চালাতে বলেন, যে আমাকে বিরক্ত করবে আর যে মাস্ক পরবে না তাকে আমি এই মুলো দিয়ে মারবো। একজন মজা করেন বলেন, ওই ব‍্যক্তি মাস্ক পরেননি।

রাখিও মুলো নিয়ে তাকে মারতে যান। তাঁর কাণ্ড দেখে সবাই হেসে ওঠে। এরপরেই সবজি ওয়ালাকে নিয়ে ব‍্যস্ত হয়ে পড়েন রাখি। বেশ কিছু সবজি ও ফল বাজার করে তিনি জিজ্ঞাসা করেন সব মিলিয়ে কত দাম হল। উত্তরে ১৬৫০ টাকা শুনে হতভম্ব রাখি। এত দাম কিকরে হল তা জিজ্ঞাসা করতে থাকেন তিনি সবজি বিক্রেতাকে।

এমনকি রাখি অভিযোগ করেন তাঁকে দেখেই এত বেশি দাম নিচ্ছে সবজি ওয়ালা। ৭৫০ টাকায় সবকিছু দিয়ে দেওয়ার জন‍্য অনুরোধ করে পাপারাৎজিও। অপরদিকে রাখি দাবি জানান, তাঁকে ৪০০ টাকায় সব সবজি ও ফল দিতে হবে।

আসলে করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়তেই কয়েকটি রাজ‍্য নাইট কার্ফুর পথে হেঁটেছে। সবথেকে বেশি ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রে। তাই সেখানে অনেকেই যাতে বেশি বাইরে বেরোতে না হয় তাই একেবারে সবজি ও ফলের বাজার সেরে রাখছেন‍। রাখিও আপাতত ব‍্যস্ত সেই কাজে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর