মুখ্যমন্ত্রীর ডিজাইন করা ‘জয় বাংলা” রাখি বাঁধা হবে বাংলার ভাইদের হাতে, উদ্যোগ রাজ্যের

বাংলাহান্ট ডেস্ক : আপনার হাতেও এবার ঝলমল করতে পারে সৌভ্রাতৃত্বের নীল – সাদা রাখি। ক্যালেন্ডার অনুযায়ী আগামী বৃহস্পতিবার পালিত হবে রবি ঠাকুরের হাত ধরে শুরু হওয়া রাখী বন্ধন উৎসব। সৌভ্রাতৃত্ব, বন্ধুত্ব উৎযাপনের এই উৎসব শুধু বাড়িতে সহোদরদের মধ্যে বা হিন্দু মুসলিম প্রতিবেশীদের মধ্যে সীমাবদ্ধ নেই । বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের “দিদি” এবার রাজ্যের সকল ভাই বোনদের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করবেন সকলকে ।

তবে এই রাখিতেই থাকছে নতুন চমক। কিন্তু কি এই চমকপ্রদ ব্যাপার? স্বয়ং মুখ্যমন্ত্রী এবারে রাজ্যবাসী ভাইদেরকে পরাতে এক অনন্য ডিজাইনের রাখি অনুমোদন করেছেন । সেই রাখি হবে নীল সাদা , শুধু তাই নয় , সেই রাখিতে লেখা থাকবে শাসক দলের মূল মন্ত্র ” জয় বাংলা ” ।

প্রতি বছর শাসক দলের দৌলতে এই দিনটি “সংস্কৃতি দিবস” হিসাবে সাড়ম্বরে পালিত হয় । কিন্তু গত দুই বছর ধরে করোনা অতিমারির জন্য সাড়ম্বরে পালিত হতে পারেনি এই দিবস । তাই এই বছর রাখি বন্ধন উদযাপনে কোন ত্রুটি রাখতে চান না দিদি। প্রসঙ্গত , এই কারণেই ইতিমধ্যেই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ।

বিশেষভাবে বানানো এই রাখিতে লেখা থাকবে নীল সাদা রংয়ের ফুলের উপরে “জয় বাংলা” , “পশ্চিমবঙ্গ সরকার” এবং “সংস্কৃতি দিবস।” সূত্রের খবর অনুযায়ী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা বানানো হয়েছে এবং যুব কল্যাণ দফতরের মাধ্যমে সারা রাজ্যের সমস্ত অঞ্চলে এই রাখি পৌঁছে দেওয়া হচ্ছে।

কালনা উইভারস এন্ড আরটিযান ওয়েলফেয়ার এর সভাপতি তপন মোদক জানিয়েছেন এ বছর মোট ৬ লক্ষ ৫৫ হাজার রাখি তৈরি করা হয়েছে। তপন বাবুর কথায় গত দুমাস ধরে প্রায় ৫০০ জন মহিলা নিরন্তর খাটাখাটনি করে এই বিপুল পরিমাণ রাখি তৈরি করেছেন। এবং শুধুমাত্র এই রাখি তৈরীর মাধ্যমে সেই প্রত্যেকটি মহিলা দৈনিক দুশো থেকে আড়াইশো টাকা রোজগার করেছে।

Rakhi,TMC slogan,CM,Mamata Banerjee,bengali,Chief Minister

রাখির বেশ কয়েকটি ডিজাইন মন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে এবং মুখ্যমন্ত্রী তার মধ্যে থেকেই এই নীল সাদা রং এর বিশেষ রাখিটি অনুমোদিত করেন। শুধু তাই নয় আরো কিছু নতুন নকশাও মুখ্যমন্ত্রী সেই ডিজাইনের উপর যোগ করেন বলেই জানা গিয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর