রামমন্দিরের বিরুদ্ধে আদালতে লড়তে সুন্নি ওয়াকফ বোর্ড টাকা পায় পাকিস্তান থেকে: রাম বিলাস বেদন্তী

রামজন্মভূমি নিয়াসের সদস্য ও প্রাক্তন সংসদ সদস্য রাম বিলাস বেদন্তী বলেছেন যে কংগ্রেসের এক বড় নেতা তাকে হত্যা করতে চান। সুন্নি ওয়াকফ বোর্ড পাকিস্তানের আর্থিক সহায়তা পাচ্ছে বলেও অভিযোগ তোলেন। তিনি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে রাম মন্দির নির্মাণের পথ সুগম করার আশায় জনগণকে অযোধ্যা যাত্রার প্রস্তুতির জন্যও আবেদন করেছিলেন।শনিবার কানপুরে সাংবাদিকদের সাথে কথা বলযে গিয়ে বেদানতী বলেন যে তাঁর যদি কিছু খারাপ হয় তবে এক কংগ্রেস নেতা তার জন্য দায়ী থাকবে।

 

তিনি কংগ্রেস ও পাকিস্তান এর উপর অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ করেছিলেন। তিনি বলেন, “রাম মন্দির নির্মাণে বিলম্বের জন্য কংগ্রেস ও পাকিস্তান দায়বদ্ধ। তারা চায়নি যে বিষয়টি সুপ্রিম কোর্টে সমাধান করা হোক। ”কংগ্রেস এর উপর বিভাজনমূলক রাজনীতির অভিযোগ এনে উনি বলেন, এই কারণেই ২০১৪ সালে জনসাধারণ তাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছিলেন। প্রাক্তন সাংসদ বলেন,সুন্নি ওয়াকফ বোর্ড একদিকে বলেছে যে কর্মীদের বেতন দেওয়ার মতো অর্থও নেই। অন্যদিকে, তিনি অযোধ্যা মামলা রক্ষার জন্য সুপ্রিম কোর্টে দামি আইনজীবীদের নিয়োগ দিয়েছিল।

 

সুন্নি ওয়াকফ বোর্ডকে ফান্ডিং করার পেছনে পাকিস্তান রয়েছে বলে দাবি করেন বেদান্তী। উনি বলেন, পাকিস্তানের আর্থিক সহায়তা ব্যতীত এটি সম্ভব নয়। বেদান্তী বলেন যে তিনি নিশ্চিত যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তও রামলালার পক্ষে আসবে এবং খুব শীঘ্রই মন্দিরের নির্মাণ কাজ শুরু হবে। তিনি জানান, মন্দিরটি নির্মাণের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের রায়ের পরে জনগণকে সাম্প্রদায়িক সম্প্রীতির যত্ন নেওয়ার আবেদন জানান।

তিনি বলেন যে উসকানিমূলক শ্লোগান তোলা উচিত নয় কারণ এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য সমস্যার কারণ হতে পারে। রাম মন্দির মামলা মিটে গেলে উত্তরপ্রদেশ সহ পুরো ভারতে একটা বড়ো হিন্দু-মুসলিম ইস্যু চিরকালের জন্য বন্ধ হবে। তাই আদালতের রায় বের হওয়ার পর দেশবাসীকে শান্তি বজায় রাখার দায়িত্ব নিতে হবে।

সম্পর্কিত খবর