‘রামের চোদ্দ পুরুষের নাম আছে, কিন্তু দুর্গার নেই!’ দিলীপ ঘোষ

বাংলাহান্ট ডেস্কঃ বেফাঁস মন্তব্যকারীদের তালিকায় প্রথমদিকেই নাম রয়েছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh)। বহুবার বহু জায়গায় বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় জড়িয়েছেন তিনি। এবার দেবী দুর্গাকে নিয়ে তাঁর এক মন্তব্যের জেরে সমালোচিত হলেন বিজেপি রাজ্য সভাপতি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের বৈঠকে আমন্ত্রণ পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। সেখানেই তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে আবারও এক বেফাঁস মন্তব্য করে বসেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ,dilip ghosh

তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে দিলীপ ঘোষ বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক যে তৃণমূলের কোন মাথামুণ্ডু নেই। এমনই আদর্শহীন দল, যারা ধর্মের আসরে গিয়ে রাজনীতির প্রসঙ্গ তোলে। আবার দেখেবন, রাজনীতি কথা বলতে গিয়ে ধর্ম-জাতপাতের প্রসঙ্গ টেনে আনে’।

এরপর দিলীপ ঘোষ বলেন, ‘আমরা কিন্তু একেবারে খোলাখুলি রাজনীতি করি। ভগবান রাম একজন রাজা হলেও কেউ কেউ আবার তাঁকে অবতার বলে মনে করেন। দেখতে গেলে রামের ১৪ জন পূর্বপুরুষের নামও জানতে পারবেন আপনি। কিন্তু দুর্গার ১৪ জন পূর্বপুরুষের নাম পাওয়া যায় কি? গান্ধীজির থেকে আমরা একজন পুরুষোত্তম রাম রাজার কথা জানতে পারি। কিন্তু জানি না দুর্গা কোথা থেকে চলে এল এর মধ্যে?’

দিলীপ ঘোষের এমন বক্তব্যের পাল্টা দিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘আমাদের দেশ ভারত বিভিন্ন মতাদর্শ নিয়ে তৈরি। বিভিন্ন রাজ্যে যেমন রামকে আরাধনা করা হয়, তেমনই বাংলায় রক্ষন হিসাবে দেবী দুর্গার পুজো করা হয়। দেবী দুর্গা শুধুমাত্র বাংলার নয়, গোটা হিন্দুত্বের ভাবনা। কিন্তু বিজেপি শিবির দেশের ইতিহাস পালটে ফেলার চেষ্টা করছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর