১,৮০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে রাম মন্দির! জেনে নিন কবে শেষ হবে কাজ

বাংলা হান্ট ডেস্ক: এবার রাম মন্দির (Ram Temple) নির্মাণ সংক্রান্ত বিস্তারিত তথ্য সামনে এল। গত রবিবার একটি বৈঠকের মাধ্যমে মন্দির নির্মাণ সংক্রান্ত বিধি ও নিয়ম চূড়ান্ত করা হয়েছে। জানা গিয়েছে, এই বহুপ্রতিক্ষিত মন্দিরটি তৈরি করতে খরচ হবে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা। মূলত, রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট সূত্রে এই প্রসঙ্গে যাবতীয় তথ্য জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত হওয়া এই ট্রাস্টটি উত্তরপ্রদেশের অযোধ্যা শহরে রাম মন্দির নির্মাণের দায়িত্ব নেয়। খবর অনুযায়ী, গত রবিবার ফৈজাবাদ সার্কিট হাউসে রাম মন্দির নির্মাণ নিয়ে একটি দীর্ঘ বৈঠক সম্পন্ন হয়। ওই বৈঠকে ট্রাস্টের ১৫ জন সদস্যের মধ্যে ১৪ জন উপস্থিত ছিলেন।

কারা কারা উপস্থিত ছিলেন বৈঠকে: গুরুত্বপূর্ণ ওই বৈঠকে মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের পাশাপাশি ট্রাস্ট চেয়ারম্যান মোহান্ত নিত্য গোপাল দাস উপস্থিত ছিলেন। এছাড়াও, সাধারণ সম্পাদক চম্পত রাই, ট্রেজারার গোবিন্দ দেব গিরি, সদস্য প্রীতধীশ্বর বিশ্বতীর্থ প্রসন্নচার্য, মোহান্ত দীনেন্দ্র দাস, অনিল মিশ্র, কামেশ্বর চৌপল এবং নীতীশ কুমারও অংশ নিয়েছিলেন বৈঠকে। এছাড়াও, ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় কুমার সহ অন্যান্যরা।

এই প্রসঙ্গে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই জানিয়েছেন যে, গত রবিবার সকলের সর্বসম্মতিক্রমে বহুপ্রতিক্ষিত রাম মন্দির নির্মাণ সংক্রান্ত বিধি ও নিয়মগুলি চূড়ান্ত হয়েছে। পাশাপাশি, রামায়ণের মুখ্য চরিত্রদের মূর্তিগুলি মন্দিরের ঠিক কোন জায়গায় বসানো হবে সেই প্রসঙ্গেও সিদ্ধান্ত গ্রহণ হয়েছে। এছাড়াও, অন্যান্য দেব-দেবীর মূর্তি বসার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

1d0a503f433e6ce15d2b072602b10bb8 original 1

 

সর্বোপরি, রাম মন্দির নির্মাণের কাজ কবে নাগাদ শেষ হবে তাও জানা গিয়েছে। রাইয়ের মতে, ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যেই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করা হবে। অর্থাৎ আগামী লোকসভা ভোটের আগে রাম মন্দির নির্মাণ করা হবে। পাশাপাশি, ২০২৪-এর মকর সংক্রান্তির সময়ে মন্দিরে স্থাপন করা হবে ভগবান রামের মূর্তি। এমতাবস্থায়, রাম মন্দির নির্মাণের প্রসঙ্গটি রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত, তৃতীয় বারের জন্য কেন্দ্রে বিজেপি সরকার গঠনের প্রসঙ্গে রাম মন্দির নির্মাণ বিশেষ গুরুত্ব প্রদান করবে বলেই অনুমান করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর