রাবণের চোখে নীল সুরমা, গায়ে চামড়ার জ‍্যাকেট! রামায়ণের অসম্মানের অভিযোগে ‘আদিপুরুষ’ বয়কটের ডাক

বাংলাহান্ট ডেস্ক: নতুন ছবি নিয়ে বিপদে পড়েছেন প্রভাস। এখনো পর্যন্ত মুক্তির তারিখও ঘোষনা হয়নি ‘আদিপুরুষ’ (Adipurush) এর। সবে মাত্র টিজার প্রকাশ‍্যে এসেছে ছবির। আর তা নিয়েই বিতর্ক তুঙ্গে। অযোধ‍্যার সরযূ নদীর তীরে ধুমধাম করে ছবির প্রথম ঝলক প্রকাশ‍্যে আনা হয়। আর এবার রাম মন্দিরেরই প্রধান পুরোহিত ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা করার আবেদন করলেন।

সমস‍্যাটা ঠিক কী? রাম মন্দিরের প্রধান পুরোহিত সত‍্যেন্দ্র দাসের দাবি, আদিপুরুষে শ্রীরাম, রাবণ এবং হনুমানকে ভুল ভাবে চিত্রিত করা হয়েছে, যা তাঁদের এক রকম অসম্মানই করে। রামায়ণে বর্ণিত শ্রীরাম, রাবণ এবং হনুমানের চরিত্রের সঙ্গে আদিপুরুষে দেখানো চরিত্রগুলির কোনো মিল নেই। তাই অবিলম্বে ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি।

Adipurush prabhas
প্রায় ১ মিনিট ৪৫ সেকেন্ডের টিজার ভিডিওটিতে রামের চরিত্রে দেখা গিয়েছে প্রভাসকে এবং রাবণের ভূমিকায় সইফ আলি খানকে দেখা গিয়েছে। কিন্তু দুজনের লুক, VFX দেখে মোটেই খুশি হননি দর্শকরা। বিশেষ করে রাবণের নীল সুরমা পরা চোখ, চামড়ার পোশাক দেখে তাঁকে কোনো মুসলিম অনুপ্রবেশকারী বলে কটাক্ষ করেছেন দর্শকদের অধিকাংশ‌।

রামায়ণ মহাকাব‍্য অবলম্বনে তৈরি ‘আদিপুরুষ’ ছবিটি নিয়ে প্রত‍্যাশা কম ছিল না সিনেপ্রেমীদের। কিন্তু টিজারের দশা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন প্রায় সকলেই। হিন্দু মহাকাব‍্যের ঐতিহাসিক তথা দৈবিক চরিত্রগুলিকে অপমানের অভিযোগ উঠেছে। এরপরেই আদিপুরুষ ছবিটিকে অবিলম্বে বয়কট করার ডাক দিয়ে রাম মন্দিরের পুরোহিত বলেন, ছবি তৈরি করা অপরাধ নয়। কিন্তু লাইমলাইট কাড়তে ইচ্ছাকৃত বিতর্ক তৈরি করা উচিত নয়।

Adipurush saif
বিতর্ক গড়িয়েছে রাজনৈতিক মহল পর্যন্ত। উত্তর প্রদেশের মন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, হিন্দু দেবদেবীদের অসম্মান করার ঘটনা মোটেই বরদাস্ত করা হবে না। তাঁরা বিতর্কিত টিজারটি দেখেননি ঠিকই, তবে সেটা হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। দর্শকদের দেখানোর আগে ভুল সংশোধন করতেই হবে।

বিজেপির মুখপাত্র, বিশ্ব হিন্দু পরিষদ এবং মধ‍্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও ক্ষোভ প্রকাশ করেছেন। বিজেপি মুখপাত্র মালবিকা অবিনাশ দাবি করেছেন, রাবণের চোখে নীল মেকআপ, চামড়ার জ‍্যাকেট। কোন দিক দিয়ে ভারতীয় মনে হচ্ছে? চরিত্রগুলির চিত্রায়ণের আগে কোনো গবেষণাই করেনি নির্মাতারা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর