রাম নামাঙ্কিত ইট মজবুত করবে রাম মন্দিরকে! এটির গুণাগুণ জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের (Utter Pradesh) অযোধ্যায় নির্মাণ হওয়া ভগবান রামের মন্দিরকে (Ayodhya Ram Mandir) আরও মজবুত করতে এবার রাম নামাঙ্কিত ইটের ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য যে, বর্তমানে বহুপ্রতিক্ষিত ভগবান রামলালার মন্দির তৈরি হচ্ছে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ভগবান রামলালার মন্দিরের গর্ভগৃহ সহ নিচতলার নির্মাণ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এমতাবস্থায়, মকর সংক্রান্তিতে ভগবান বিরাজমান হবেন ওই মন্দিরে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভগবান রামলালার মন্দিরে বংশী পাহাড়পুরের পাথর ব্যবহার করা হচ্ছে এবং পাথরের নকশার ফাঁকে চণ্ডীগড় থেকে বৈজ্ঞানিকভাবে তৈরি ইট ব্যবহার করা হচ্ছে। এই ইট তৈরির জন্য চণ্ডীগড়ের একটি কোম্পানিকে বিশেষ অর্ডার দেওয়া হয়েছিল। সেখান থেকেই বিপুল সংখ্যক রাম নামাঙ্কিত ইট অযোধ্যায় পৌঁছে গিয়েছে। রাম জন্মভূমি মন্দিরের ভিতরে দু’টি পাথরের ফাঁকে এই ইটগুলি বসানো হচ্ছে। সেগুলির মান যাচাই করেই এগুলিকে ব্যবহার করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

   

পাশাপাশি, ইট দিয়ে তৈরি করা হচ্ছে র‌্যাম্প। এছাড়াও, ইটের ব্যবহার করা হচ্ছে সিঁড়িতেও। রাম নামের ইট ছাড়াও, ৩ টি ছিদ্রযুক্ত ইটও স্থাপন করা হচ্ছে। যা পাথরগুলিকে একত্রে সংযুক্ত করার জন্য একটি জাল হিসাবে কাজ করবে। এমতাবস্থায়, এই পাথরগুলি কয়েকশ বছর যাবৎ শক্তিশালী থাকবে এবং ভূমিকম্প প্রতিরোধীও হবে। এখনও পর্যন্ত প্রায় দেড় লক্ষ ইট চণ্ডীগড় থেকে অযোধ্যায় এসেছে।

এই প্রসঙ্গে ইঞ্জিনিয়ার দুর্গেশ পান্ডে জানিয়েছেন, রাম মন্দিরে যে সব ইট বসানো হচ্ছে সেগুলির মান যাচাই করেই বসানো হচ্ছে। এসব ইট দিয়ে তৈরি হচ্ছে র‌্যাম্প। এছাড়া সিঁড়ি তৈরিতে ইট ব্যবহার করা হচ্ছে। যেহেতু ভগবান রামের মন্দির তৈরি হচ্ছে, তাই প্রতিটি ইটেই লেখা রয়েছে রামের নাম। এছাড়াও রাম মন্দিরে ৩ টি ছিদ্রযুক্ত ইটও বসানো হচ্ছে। এখনও পর্যন্ত চণ্ডীগড় থেকে প্রায় দেড় লক্ষ ইট এসেছে।

পাশাপাশি, মন্দিরে ইট বসানোর মিস্ত্রি রণবীর যাদব বলেন, মন্দির নির্মাণে যেসব জায়গায় পাথর রাখা হয়নি সেইসব জায়গার ফাঁকা অংশ পূরণ করতে এই ইট ব্যবহার করা হচ্ছে। ইটগুলি এতটাই মজবুত যে একবার বিছানো হলে সেগুলিতে আর কোনো ফাঁক থাকে না। এই ইটগুলো নকশার মাঝখানে স্থাপন করা হয়, যেখানে পাথর স্থাপন করা যায় না।

whatsapp image 2023 02 25 at 6.37.07 pm

এছাড়াও, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ক্যাম্প অফিস ইনচার্জ প্রকাশ গুপ্ত বলেন, রাম মন্দিরে বড় বড় পাথর বসানোর কারণে রাম মন্দিরের সিঁড়িতে এই ইটগুলি ব্যবহার করা হচ্ছে। যেখানে পাথর বসানো হচ্ছে না সেখানে ইট ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ইটে ভগবান রামের নাম লেখা রয়েছে। পাশাপাশি এই ইটের প্রসঙ্গে ইঞ্জিনিয়ারদের পরামর্শও নেওয়া হয়েছে। এরপর ওই ইটগুলি লাগানো হয়েছে। মন্দির নির্মাণে এমন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যাতে মন্দিরটি হাজার বছর ধরে সুরক্ষিত থাকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর