fbpx
টাইমলাইনবিনোদন

এবার কি তবে আলিয়া বিচ্ছেদ? রণবীর কাপুরকে দেখা গেল বাণী কাপুরের সাথে থাকতে লাদাখে

বাংলা হান্ট ডেস্ক : আলিয়াকে ছেড়ে কী অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে লাদাখে থাকছেন রণবীর! জল্পনা তুঙ্গে। জানা যায় বি টাউনের সবচেয়ে চর্চিত জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সম্পর্ক গড়ে ওঠার পরই পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ‘ব্রক্ষ্মাস্ত্রের’ শুটিং শুরু করেন তাঁরা।

সিনেমার শ্যুটিংয়ের সময় থেকেই সংবাদ শিরোনামে উঠে আসতে শুরু করেন ‘রণলিয়া’।’ব্রক্ষ্মাস্ত্র’-এর পাশাপাশি বর্তমানে শামসেরার শুটেংয়ে ব্যস্ত রণবীর কাপুর। ওই সিনেমার শ্যুটিংয়ের জন্যই রণবীরকে বর্তমানে দেখা যাচ্ছে অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে। ‘শামসেরার’ জন্য এই মুহূর্তে বাণীর সঙ্গে লাদাখে রয়েছেন রণবীর। লাদাখেই হবে রণবীর-বাণীর পরবর্তী ছবি ‘শামসেরা’র শ্যুটিং। 

Leave a Reply

Close
Close