বড্ড দেরি হয়ে গেল, ৪০ বছরে বাবা হয়ে আফশোস করছেন রণবীর

বাংলাহান্ট ডেস্ক: এ বছরটা রণবীর কাপুরের (Ranbir Kapoor) জীবনের অন‍্যতম সেরা বছর। কারণ এ বছরেই জীবনের দুটো বড় অভিজ্ঞতা লাভ হয়েছে তাঁর। প্রথমে বিয়ে আর তারপর সন্তান লাভ। গত এপ্রিল মাসে বিয়ের প‍র নভেম্বরে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী আলিয়া ভাট। ৪০ বছরে প্রথম বাবা হলেন রণবীর। কিন্তু খুশি হওয়ার বদলে ভয় ঘিরে ধরেছে তাঁকে।

সম্প্রতি জেড্ডার রেড সি ইন্টারন‍্যাশনাল ফিল্ম ফেস্টিভ‍্যালে এক সাক্ষাৎকারে জীবনের সবথেকে বড় ভয়ের কথা প্রকাশ করেন রণবীর। একটি বিষয় নিয়ে রীতিমতো নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। আর সেটা নিজের মেয়ে রাহার সঙ্গে সম্পর্কিত।

Alia pregnancy
সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘আমি এখন ভাবছি যে এত সময় আমি কেন নিলাম। আমার সবথেকে বড় ভয় হল, যখন আমার সন্তানরা ২০-২১ এর হবে, তখন আমার বয়স হবে ৬০ বছর। আমি কি তখন ওদের সঙ্গে ফুটবল খেলতে পারব? দৌড়াতে পারব?’

স্ত্রীর সঙ্গে মেয়ের দায়িত্ব ভাগাভাগি নিয়েও এদিন মুখ খোলেন রণবীর। তিনি বলেন, বছরে ১৮০-২০০ দিন কাজ করেন তিনি। কিন্তু আলিয়া আরো অনেক বেশি কাজ করে। বেশি ব‍্যস্ত তিনি। তবে এখন তাঁদের দুজনেরই দায়িত্ব বেড়েছে। তাই কাজ আর ব‍্যক্তিগত জীবন ব‍্যালেন্স করে চলবেন তাঁরা। যখন রণবীর কাজ করবেন তখন আলিয়া ছুটি নেবেন, আবার যখন তিনি কাজ করবেন তখন অভিনেতা ছুটিতে থাকবেন।

গত ৬ নভেম্বর প্রথম সন্তানের জন্ম দেন আলিয়া। অভিনেত্রীর কোল আলো করে আসে ফুটফুটে কন‍্যা সন্তান। মুম্বইয়ের এক নামী বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। হাসপাতালে একদিন থাকার পরেই মেয়েকে কোলে নিয়ে বাড়ি ফেরেন রণবীর আলিয়া।

মেয়েকে কোলে নিয়ে শেয়ার করা প্রথম ছবিতে আলিয়া এবং রণবীরের কোলে আবছা ভাবে দেখা গিয়েছিল পুঁচকে কে। যেটা নজর কেড়েছে সেটা হল, দেওয়ালে টাঙানো বার্সেলোনার একটি জার্সি, যেখানে নাম লেখা ‘রাহা’। আলিয়া জানিয়েছিলেন, এই নামটি পছন্দ করেছেন খুদের বিচক্ষণ দিদা।

সঙ্গে বিভিন্ন ভাষায় নামটির অর্থও জানিয়ে দিয়েছিলেন আলিয়া। রাহার অর্থ স্বর্গীয় পথ। সোয়াহিলি ভাষায় এই নামের অর্থ আনন্দ, সংষ্কৃতে রাহা হল একটি জাতি। বাংলায় এর অর্থ বিশ্রাম, আরাম, স্বস্তি আর আরবিতে এর অর্থ শান্তি। এছাড়াও রাহা নামের অর্থ আনন্দ, স্বাধীনতা এবং সুখ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর