‘সবকিছু বেচে খেয়ে নেবে, কিছু ছাড়বে না’- বাজেটকে ধোকা বলে কটাক্ষ করলেন কংগ্রেস প্রবক্তা সুরজেওয়ালা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিরমলা সিতারমন মোদী সরকার ২.0 এবং নিজের তৃতীয় আম বাজেট পেশ করেছেন। অর্থমন্ত্রী বাজেটে গ্রাম, গরিব ও কৃষকদের সাথে সাথে দেশের যুবক যুবতীদের জন্যও পরিকল্পনা ঘোষণা করেন। বাজেট পেশ হওয়ার পর মোদী সরকারের মন্ত্রীরা এবং সরকারের সাথে জুক্ত লোকজন পরিকল্পনাগুলির উপর প্রশংসায় মুখরিত হয়। অন্যদিকে বিরোধীরা বাজেটের সমালোচনা করতে লেগে পড়ে।

   

কংগ্রেস পার্টির প্রবক্তা সুরজেবালা বাজেট প্রসঙ্গে মোদী সরকারের সমালোচনা করেছেন। উনি অর্থমন্ত্রী দ্বারা পেশ করা বাজেটকে ধোঁকা বলে কটাক্ষ করেছেন। উনি বলেছেন এই বাজেটের সারসংক্ষেপ ধোকা , এতা চিটিংবাজি বাজেট।

কেন্দ্র সরকার কেন সুরক্ষা বাজেট বৃদ্ধি করেনি, সেই নিয়েও প্রশ্ন তোলেন রণদীপ সুরজেওয়ালা। উনি বলেন, এই বাজেট গরিবকে ধোকা দিয়েছে, চাকুরিজীবীদের ধোকা দিয়েছে, শ্রমিক কৃষকদের ধোকা দিয়েছে।

কংগ্রেস প্রবক্তা বলেন, এই বাজেট সেই সমস্ত সাংসদেরও ধোকা দিয়েছে যারা অর্থমন্ত্রীর ভাষণ শুনছিলেন। সুরজেওয়ালা বলেন, এই বাজেট নিয়ে দুটি লাইন বলতে চাই- বেচে খাবে সবকিছু, ছাড়বে না কোনোকিছু।

অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করে বলেন…

  • ২০২১-২২ এর জন্য স্বাস্থ্য সেক্টরে ২ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা বণ্টন হবে। গতবারের থেকে এবারের স্বাস্থ্য বাজেট ১৩৫ শতাংশ বেড়েছে।
  • অর্থ মন্ত্রী অটো সেক্টরের জন্য স্বেচ্ছাসেবী স্ক্র্যাপিং নীতির ঘোষণা করেছেন।
  • অর্থমন্ত্রী জানান, করোনার ভ্যাকসিনের জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ আছে।
  • অর্থমন্ত্রী জানান, ২৭ শহরে ১ হাজার ১৬ কিমি মেট্রোলাইনে কাজ হবে।
  • অর্থমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু আর কেরলে স্টেট হাইওয়ে নির্মাণ আর তাঁর রক্ষণাবেক্ষণের জন্য বড় টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি জানান, পশ্চিমবঙ্গে ৬৭৫ কিমি স্টেট হাইওয়ে নির্মাণের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে।
  • অর্থমন্ত্রী জানান, ১ কোটির থেকে বেশি মানুষের কাছে উজ্জ্বলা যোজনা পৌঁছে দেওয়া হবে। আমরা আগামী তিন বছরে শহরের গ্যাস বিতরণ নেটওয়ার্ক আরও ১০০ টি জেলার সাথে যুক্ত করব। জম্মু আর কাশ্মীরে গ্যাস পাইপলাইন পরিষেবা শুরু হবে।

সম্পর্কিত খবর