বিকেল থেকেই হয়তো সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের, জানালো আবহাওয়া দপ্তর

বাংলা হান্ট ডেস্ক :- টানা চলতে থাকা অসহ্য গরমে প্রায় জেরবার পথ চলতি সাধারণ মানুষ আর যেহেতু আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ,সুতরাং ঘর্মাক্ত হওয়ার থেকেও নেই কোনো নিস্তার।এই পরিস্থিতির মধ্যেও রাজ্যে ভোট কার্য থাকছে অটল৷ এই পরিস্থিতির মধ্যেই সম্পন্ন হবে আজ জঙ্গলমহলসহ ৮ টি জেলায় ভোট। রাজ্যের কোথাও সেভাবে তাপপ্রবাহের সতর্কতা জারি না হলেও, আজ পর্যন্ত গরম অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর অনুযায়ী, দুপুরের পর থেকেই এই পরিস্থিতি বেশ কিছু বদলের সম্ভাবনার নিশ্চিতি করণ দিয়েছেন তাঁরা।আজ থেকে ঝাড়খন্ডের এলাকার পশ্চিমের অনেকগুলি জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে প্রবল।তবে কলকাতাসহ দক্ষিনবঙ্গের জেলাতে আজও ঠিক আর পাঁচটা দিনের মতোই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবেই।

তবে জানা ‘গেছে’, সোমবার থেকে বেশ কিছুটা আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরু থেকেই একেবারে বৃষ্টি ধেঁয়ে আসছে। অবশ্য আজ থেকে দার্জিলিংসহ উত্তরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

a358e screenshot 20190512 143613সোম ও মঙ্গলবার ভারি বর্ষণ হতে পারে বলে জানা গেছে দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

সম্পর্কিত খবর