অরিজিতের পর নাইটি পরে রানুর ‘দে দোল দোল দোল’, নেটিজেনদের ক্ষোভ, ‘কার সঙ্গে কার তুলনা!’

বাংলাহান্ট ডেস্ক: বিনোদনের সবথেকে উৎকৃষ্ট মাধ‍্যম হল গান (Song)। আনন্দ, দুঃখ, রাগ, যন্ত্রণা যেকোনো ভাবপ্রকাশের জন‍্যই রয়েছে কোনো না কোনো গান। বর্তমানে বিভিন্ন ভাষায় বহু নামীদামী শিল্পীরা নতুন নতুন গান রচনা করছেন। সোশ‍্যাল মিডিয়ার দৌলতে দেশ, ভাষার গণ্ডি ছাড়িয়ে ভাইরালও হচ্ছে সেগুলো। তবে একটা কথা সম্ভবত কেউই অস্বীকার করতে পারবেন না, বাংলা বলুন কিংবা হিন্দি, পুরনৌ দিনের গানগুলির মাহাত্ম‍্যই আলাদা ছিল।

তখন সোশ‍্যাল মিডিয়া শব্দগুলোই কেউ শোনেনি। ইন্টারনেটের আবিষ্কার বহু দূরের কথা। কিন্তু ভাল গান ঠিকই পৌঁছে যেত শ্রোতার দরবারে। এত বছর পরেও তাই গানগুলো ততটাই জনপ্রিয়। শ্রোতাদের এমনি ভাললাগার একটি গান হল ‘দে দোল দোল দোল’। হেমন্ত মুখোপাধ‍্যায়ের (Hemanta Mukherjee) সুর এখনো আচ্ছন্ন করে রাখে সঙ্গীতপ্রেমীদের।

Arijit
সম্প্রতি গানটিকে আরো বড় পরিসরে ছড়িয়ে দিয়েছেন বাংলার ছেলে অরিজিৎ সিং (Arijit Singh)। জাতীয় মঞ্চে দাঁড়িয়ে ‘দে দোল দোল দোল’ এবং এই গানেরই মরাঠি ভার্সন ‘মি ডোলকর দরয়াচা রাজা’ গেয়ে প্রভূত প্রশংসা কুড়ান তিনি। জাতীয় মঞ্চে বুক ফুলিয়ে বাংলা গান গাওয়ার জন‍্য বাহবা পেয়েছেন অরিজিৎ। এবার বহুল জনপ্রিয় গানটি গাইলেন রানু মণ্ডল (Ranu Mondal)।

Ranu Mondal 1
রানাঘাটের রানুকে এখন কে না চেনে। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। জনপ্রিয়তা এখন অস্তগত, তবে ইউটিউবারদের কাছে তাঁর গুরুত্ব এতটুকুও কমেনি। কারণ রানু মানেই কোনো না কোনো অদ্ভূত মন্তব‍্য বা ভুলভাল কথা দিয়ে গান গেয়ে ভিডিও ভাইরাল।

https://youtu.be/ARDxgyIW3vg

‘দে দোল দোল দোল’ গাইতে গিয়েও অর্ধেক কথা ভুলে শুধু গুনগুন করে গেলেন রানু। তবে সুরে এতটুকুও ভুলচুক হয়নি কোথাও। যদিও নেটিজেনরা রেগেই আগুন। কোথায় অরিজিৎ সিং আর কোথায় রানু মণ্ডল! দুজনের মধ‍্যে তুলনা টানা একেবারেই উচিত হয়নি বলেই মন্তব‍্য করেছেন ক্ষুব্ধ নেটনাগরিকরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর