কোটি টাকার ক্ষতি ‘৮৩’তে, আগামী পাঁচটি বায়োপিক দিয়ে দ্বিগুণ টাকা তুলবেন রণবীর!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ব‍্যস্ততম অভিনেতাদের মধ‍্যে একজন রণবীর সিং (ranveer singh)। এখনো তাঁর সদ‍্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘৮৩’ নিয়ে চর্চার অবসান হয়নি। ক্রিসমাস ইভে মুক্তি পেয়েছিল কবীর খান পরিচালিত এই ছবি। ১৯৮৩ সালে কপিল দেবের অধিনায়কত্বে ভারতের বিশ্বজয়ের কাহিনি উঠে এসেছিল পর্দায়। তবে আশানুরূপ ফল হয়নি বক্স অফিসে।

তবে একটি ছবির ব‍্যর্থতা নিয়ে গালে হাত দিয়ে বসে থাকতে রাজি নন রণবীর। বরং আগামীতে আরো একগুচ্ছ ছবির কাজ শুরু করে দিয়েছেন তিনি। জানা যাচ্ছে, এরপর একজন প‍্যারাপ্লেজিক সুইমারের বায়োপিকে দেখা যাবে রণবীরকে। এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাঁচটি বায়োপিকে অভিনয় করার কথাবার্তা চলছে তাঁর।


এর মধ‍্যে তিনটি ছবিই ক্রীড়াজগতের ব‍্যক্তিত্বদের জীবন কাহিনি নিয়ে তৈরি। তবে এখনো এ বিষয়ে বেশি কিছু বলতে নারাজ রণবীর। তিনি শুধু জানিয়েছেন, পাঁচটি বায়োপিকই তৈরির কাজ চলছে। যদি সব ঠিকঠাক থাকে তবে শীঘ্রই নতুন ছবির ঘোষনা করা হবে।

প্রসঙ্গত, মুক্তির ছয় দিন পরে অবশেষে ১০০ কোটির গণ্ডি পার করেছে ৮৩। এখনো পর্যন্ত সারা বিশ্বে ‘৮৩’ ব‍্যবসা করেছে মোট ১০৬ কোটি টাকার। প্রথম দিনে মাত্র ২৫ কোটি টাকার ব‍্যবসা করেছিল ছবিটি। পরবর্তী দুদিনে ব‍্যবসা একটু বাড়লেও তারপরে আরো কমে যায়। সেঞ্চুরি করতেই ছয় দিন লেগে গেল ‘৮৩’র। বলা বাহুল‍্য, রীতিমতো ক্ষতি হচ্ছে ছবি নির্মাতাদের।

আসলে ছবিটি দেখে মনে হচ্ছে ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের উপ‍রে বানানো কোনো ডকুমেন্টরি। দর্শকরা যে আশা করে গিয়েছিলেন হলে সে আশা পূর্ণ হয়নি। কোটি কোটি টাকার ক্ষতি হতে পারে এই ছবির খারাপ ফলাফলের জন‍্য। সূত্রের খবর বলছে, খাঁড়ার কোপটা পড়বে পর্দার ‘কপিল দেব’ ওরফে রণবীর সিংয়েরয়ের উপরেই। এখন বেশ কিছু টাকা পাওয়া বাকি রয়ে গিয়েছে তাঁর। প্রযোজক দীপিকা হয়তো স্বামীকেই বঞ্চিত করতে পারেন ক্ষতি সামলাতে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর