পৃথিবী থেকে দেখা যাবে নীল চাঁদ! জেনে নিন কবে ঘটবে এই বিরল মহাজাগতিক দৃশ্য

নীল চাঁদ (blue moon) বলতে সাধারণত দুটি ভিন্ন ধরণের চাঁদের (moon) বর্ণনা করতে ব্যবহৃত হয়। কোনো ক্যালেন্ডার মাসের মধ্যে দুটি পূর্ণ চাঁদের অর্থাৎ পূর্ণিমা দ্বিতীয়টিকে নীল চাঁদ বা ব্লু মুন বলা হয়,এই ধরনের ব্লু মুন ৩১ মার্চ, ২০১৮ এ শেষ হয়েছিল।

দ্বিতীয় সংজ্ঞায় বলা হয়ে থাকে একই মরশুমের মধ্যে চারটি পূর্ণিমার মধ্যে তৃতীয়টি পূর্ণিমার চাঁদকে ব্লু মুন হিসাবে বর্ণনা করা হয়। যা দেখা যাবে আগস্ট ২২, ২০২১-এ। পরের নীল চাঁদ বা ব্লু মুনটি প্রথম শ্রেণির ব্লু মুন। যা দেখা যাবে এই হ্যালোউইনে অর্থাৎ ৩১ অক্টোবর। তবে নামে ব্লু মুন হলেও এই রঙ আদেও নীলাভ নয়।

https://twitter.com/mymixtapez/status/1306846794651856899?s=19

তবে চাঁদ নীল রঙের হতে পারে, যা খুবই বিরল দৃশ্য এবং নির্দিষ্ট আকারের ধুলো বা ধোঁয়া না থাকলে তা সম্ভব নয়। যদিও আগামী ব্লু মুনটি ভীষনই সুন্দর হবে। উত্তর এবং দক্ষিণ আমেরিকা, ভারত, ইউরোপ এবং এশিয়া জুড়েই দেখা যাবে এই ব্লু মুন।

এ ধরনের ব্লু মুন প্রতি ১৯ বছর অন্তর সাতবার ঘটে এবং পরেরটি ২০৩৯ সালের হ্যালোইনে দেখা যাবে। এর আগে ১৯৪৪ সালে শেষ দেখা গিয়েছিল এই ব্লুমুন। তবে সন্দেহ নেই এই দুর্লভ চাঁদ এই হ্যালোইনকে আরও কিছুটা ভুতুড়ে পরিবেশ তৈরি করতে সহায়তা করবে।

 

সম্পর্কিত খবর