সদ্য মা হারানো রাশিদ খান ম্যাচের সেরা হয়ে ভেঙে পড়লেন শোকে

বাংলা হান্ট ডেস্কঃ রাশিদ খান আইপিএলের অন্যতম সেরা বিদেশি স্পিনার। কিন্তু গত দেড় বছর ধরে তার জীবন একেবারে ভালো কাটছে না। প্রথমে তিনি হারিয়েছেন তার বাবাকে তার কয়েক মাস পরেই তিনি মাতৃহারা হয়েছেন। আর তারপর শুরু হয়েছে লকডাউন, লকডাউনের জেরে দীর্ঘদিন ক্রিকেট মাঠ থেকে দূরে থাকতে হয়েছে তাকে। তবে এইসব কোন কিছুই যে তার জীবনে প্রভাব ফেলতে পারেনি সেটাই তিনি প্রমাণ করে দিলেন।

   

গতকাল আইপিএল এর একাদশ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার আইপিএলে প্রথম জয় পেতে মরিয়া হয়ে উঠেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। অপরদিকে এবার আইপিএলে জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। তবে দিল্লীর জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে বাধা হয়ে দাঁড়ালো রাশিদ খান।

এইদিন 4 ওভার বল করে মাত্র 14 রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন রাশিদ খান। দিল্লির তিন সেরা ব্যাটসম্যান শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থকে আউট করেন রাশিদ খান।

এইদিন ম্যাচের সেরা হয়েছেন রাশিদ খান। ম্যাচের সেরা হওয়ার পর রাশিদ খান বলেছেন, “গত দেড় বছর আমার খুবই খারাপ সময় যাচ্ছে, প্রথমে বাবাকে হারালাম তারপর মা-কে। আমি আজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি এটা আমার মা দেখলে খুবই খুশি হতেন। কারন তিনিই আমার সবথেকে বড় সমর্থক। আজ আমার মা সারা রাত আমার সঙ্গে গল্প করতেন।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর