মোদীর কূটনৈতিক পদক্ষেপে ফের কোনঠাসা ইমরান, কাশ্মীর ইস্যু নিয়ে রাশিয়াও দাঁড়ালো ভারতের পাসে

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক মঞ্চে তোলার জন্য পায়ের জুতো ঘষে ফেলছে, কিন্তু তাঁদের শত চেষ্টার পরেও এখনো কোন দেশ পাকিস্তানের সমর্থনে আসছে না। শুক্রবার পাকিস্তানের চেষ্টায় আবারও বড়সড় ঝটকা লাগে। কারণ শুক্রবার সংযুক্ত রাষ্ট্র, আমেরিকা আর চীন পাকিস্তানের সমর্থন করবেনা বলে জানিয়ে দেয়। প্রসঙ্গত, পাকিস্তান ভারত সরকারের জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে ওই রাজ্যকে কেন্দ্র শাসিত রাজ্য বানানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে মধ্যস্থতা চাইছিল।

pm narendar modi

আরেকদিকে শনিবার ৩৭০ ধারা নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তকে রাশিয়াও সমর্থন করেছে। রাশিয়ার বিদেশ মন্ত্রালয় জানিয়েছে যে, জম্মু কাশ্মীরে যেই পরিবর্তন করা হয়েছে, সেটা ভারতীয় গণরাজ্যের সংবিধান অনুযায়ী করা হয়েছে। এটা নিয়ে কারোর কোন প্রশ্না থাকা উচিত নয়। রাশিয়ার বিদেশ মন্ত্রালয় জানায়, আমরা ভারত আর পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখার সমর্থক। আমাদের আশা এটাই যে, তাঁদের মধ্যে যেই মতভেদ তৈরি হয়েছে সেটা দ্বিপাক্ষিক বৈঠক এবং রাজনৈতিক দিক থেকে সমাধান করা হবে। আমাদের আশা ভারত আর পাকিস্তান, ভারত দ্বারা জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা হটানো নিয়ে কোন রকম উত্তেজনা সৃষ্টি করবেনা।

এর আগে ৬ আগস্ট পাকিস্তান সংযুক্ত রাষ্ট্র কে চিঠি লেখে। কিন্তু সংযুক্ত রাষ্ট্র পাকিস্তানের আবেদন খারিজ করে দেয়। পাকিস্তানকে সবথেকে বড় ঝটকা দেয় চীন। কারণ পাকিস্তান ভেবেছিল যে, চীন তাঁদের পাশে দাঁড়াবে, কিন্তু চীনও পাকিস্তানের পাশে দাঁড়ানর জন্য সহমতি পেশ করেনি। ভারতের কিছু কূটনৈতিক পদক্ষেপ এটা স্পষ্ট করে দিচ্ছে যে, পুলওয়ামা হামলার পর গোটা বিশ্বে পাকিস্তান যেমন একঘরে হয়ে গেছিল। তেমনই এবার কাশ্মীর ইস্যু নিয়েও গোটা বিশ্বের কাছে আবারও বেইজ্জত হচ্ছে পাকিস্তান।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর