আচমকাই উড়ন্ত বিমানের বন্ধ হয়ে গিয়েছিল ইঞ্জিন! তারপর রতন টাটা এভাবে বাঁচালেন সবার প্রাণ

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (India) বড় শিল্পপতি তথা টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার (Ratan Tata) জীবনের অনেক রোমাঞ্চক কাহিনী আছে। আর সেই কাহিনী গুলো তিনি নিজেই সবাইকে জানান। এরকমই এক কাহিনী উনি সম্প্রতি একটি টিভি চ্যানেলের শোয়ে বলেছিলেন। উনি জানান, যখন তিনি ১৭ বছরের ছিলেন, তখন বিমানে ছিলাম, সেই বিমান ক্র্যাশ হতে হতে বেঁচেছিল। উনি শোয়ে জানান, কীভাবে তিনি ওই বিমানকে ক্র্যাশ হওয়া থেকে রক্ষা করেন আর মৃত্যুর হাত থেকে ফিরে আসেন।

Ratan Tata 2

তিনি জানান, ১৭ বছর বয়সে তিনি যখন কলেজে পড়তেন, তখন বিমান ওড়ানর জন্য প্রয়োজনীয় লাইসেন্সের উপযুক্ত বয়স হয়েছিল ওনার। উনি বলেন, সেই সময় তিনি বিমান ওড়ানোর প্র্যাক্টিস করতেন আর প্রতিবার তিনি বিমান ভাড়া করে আকাশে উড়ে যেতেন। তিনি বলেন, আমার কয়েকজন বন্ধুও একই ভাবে বিমান ওড়ানো শিখছিল। একদিন আমরা সবাই মিলে বিমান ভাড়া করেছিলাম।

ratan tata facts 0

সবাই মিলে ভাড়া করা বিমান নিয়ে আকাশে উড়ে যাই। কিছুক্ষণ পর বিমান আকাশে আচমকা দুলতে শুরু করে। সবাই বিমানের এহেন আচরণ দেখে চিন্তায় পড়ে যায়। কারোর মাথা কাজ করছিল না। সবাই টেনশনে চুপ করে বসেছিল। আর তখনই আচমকা  বিমানের ইঞ্জিন খারাপ হয়ে যায়। তিনি বলেন, তখন আমি ভাবতে থাকি যে, বিমানকে কীভাবে সুরক্ষিত ল্যান্ড করানো সম্ভব হবে? এরপর অনেক চিন্তা করে আর উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বিমানটিকে কোনওমতে ল্যান্ড করাতে সক্ষম হই আমি। এরফলে আমার সাথে সাথে বিমানে থাকা সবার প্রাণ রক্ষা পায়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর