ঠেলার নাম বাবাজি! এবার জার্সিতে ‘INDIA” লিখে মাঠে নামতে হবে পাকিস্তানকে, মাথায় হাত PCB-র

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ, সোমবার, ২৮ আগস্ট, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আসন্ন ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) জন্য পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) নতুন জার্সি প্রকাশ্যে এনেছে। হাইভোল্টেজ, বহু প্রতীক্ষিত টুর্নামেন্টটি অক্টোবর মাসের ৫ তারিখ থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে। ইতিপূর্বে ভারতে আয়োজিত হতে চলা বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে না, এমন একটি জল্পনা শুরু হয়েছিল। কিন্তু পাকিস্তান সরকারের সবুজ সংকেতের পর বাবর আজমদের ভারতের মাটিতে খেলতে দেখা যাবে।

পিসিবি একটি জমকালো ইভেন্টের মধ্যে দিয়ে পাকিস্তানের এই জার্সিটি প্রকাশ করেছে। এই জার্সিটির ছবি অনলাইনে শেয়ার করার সাথে সাথে ভক্তদের মধ্যে নানারকম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যে একসময় যারা বিশ্বকাপ বয়কটের হুমকি দিচ্ছিলো ভারতকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে, তাদের ক্রিকেটাররা এখন বিশ্বকাপে মাঠে নামবে ‘INDIA’ লেখা জার্সি গায়ে চাপিয়ে।

new jersey pakistan

অনেক পাকিস্তানি ভক্ত এমনটাও অভিযোগ করেছেন যে পাকিস্তানের এই নতুন জার্সিটি বড্ড বেশি অন্ধকার রঙয়ের। জার্সিটি নিয়ে নেতিবাচক কিছু মন্তব্য আসছে ঠিকই, কিন্তু ভারতের নাম জার্সিতে লেখা থাকার ব্যাপারটা নিয়ে কারোর কিছু করার নেই। আয়োজক দেশ হওয়ার কারণে ভারতের নাম জার্সিতে রাখতেই হবে প্রত্যেকটি দেশকে।

আরও পড়ুন: চোখের পলকে ম্যাচ ছিনিয়ে দেওয়ার ক্ষমতাসম্পন্ন ক্রিকেটার এলো ভারতীয় দলে! একাই জেতাবেন এশিয়া কাপ

একই সমস্যায় ভারতকেও ভুগতে হচ্ছে। তাদেরকেও পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম লেখা জার্সি গায়ে চাপিয়ে নামতে হবে এশিয়া কাপের লড়াইয়ে। যেহেতু ভারতের আপত্তিতে গোটা এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে আয়োজন করা সম্ভব হচ্ছে না, তাই দুই দেশের নামই থাকছে এই জার্সিতে।

আরও পড়ুন: পাকিস্তানের পেস আক্রমণকে ভোঁতা করবে এই তারকা ব্যাটার! বড় ভরসা পেলো BCCI

সাম্প্রতিক অতীতে ভারতের ওডিআই ফর্ম খুব একটা সুবিধার নয়। অপরদিকে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্তভাবে সিরিজজিতে আইসিসি র‍্যাঙ্কিংয়ে পৌঁছে গিয়েছে পয়লা নম্বর স্থানে। এশিয়া কাপ ও বিশ্বকাপে একাধিকবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর