রেশনের চাল পার্টি অফিসে মজুত রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তদন্তের দাবি তৃণমূলের

করোনা পরিস্থিতিতে দফায় দফায় রেশন ব্যবস্থা নিয়ে নানা সমস্যার বিষয় আসছিলো অনেকদিন ধরে এই নিয়ে বিজেপি একবার তৃণমূল দুই দল দুই দলকে দোষ দিচ্ছিলো। আর এর মধ্যে জলপাইগুড়িতে বিজেপির পার্টি অফিস থেকে রেশনের চাল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিছু দিনে আগেই রেশন ব্যবস্থা নিয়ে নানা সমস্যা শোনা গেছিলো। এই নিয়ে রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ তিনিও মন্তব্য করেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও ক্ষোভ প্রকাশ করেন।

   

বানারহাটের তেলি পাড়ার বিজেপি পার্টি অফিসে কয়েকশো কুইন্টাল চাল মজুত করা হয়েছিলো কিন্তু তাও শোনা যাচ্ছিলো চাল নেই। অনেকেই চাল
পায়নি স্বাভাবিক ভাবে তাড়া সমস্যা পড়ে

স্থানীয় রেশন এজেন্ট তাঁর কোটার আগামী মাসের পুরো চালটাই বিজেপির হাতে তুলে দিয়েছিলেন এমনটাই জানান  তৃণমূল পঞ্চায়েত প্রধান সীমা দাস ও তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে সব কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

খাদ্য বন্টন নিয়ে শুরু থেকেই রাজ্যে চরম অশান্তি চলছিল। তার মধ্যে দুই দফায় অশান্তি রোজ লেগে আছে। এদিকে লক ডাউনের জেরে কাজ বন্ধ রয়েছে আম জনতার। দিনে আনে দিন খায় তাদের অবস্থা খুব খারাপ তারা কাজ বন্ধ থাকার কারণে কেন্দ্র ওপর ভরসা করে বসে আছে। আর তার মধ্যেই এখন খাবার নিয়ে নানা লুকিয়ে রাখার মতন বিষয় আসছে বলে চিন্তায় আছে সাধারণ নাগরিক।

 

সম্পর্কিত খবর