আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক না হলে বন্ধ হয়ে যাবে রেশন? হাইকোর্টে যা জানালো রাজ্য সরকার

বাংলাহান্ট ডেস্কঃ রেশন (ration) তুলতে যাচ্ছেন কিন্তু, এখনও লিঙ্ক করা হয়নি আধার কার্ডের (aadhaar card) সঙ্গে? চিন্তা হচ্ছে, আগামী দিন রেশন তুলতে গেলে পাবেন কিনা? চিন্তার কোন কারণ নেই, এই সমস্যার সমাধান নিয়ে এল রাজ্য সরকার। আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত রেশন আধার কার্ড লিঙ্ক না হলেও, তুললে পারবেন রেশন- এমনটাই জানিয়ে দিল রাজ্য সরকার।

জানা গিয়েছে, এখনও অবধি এই রেশন আধার কার্ড লিঙ্ক বাকি রয়েছে প্রায় ৩৮ শতাংশ রাজ্যবাসীর। এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়েছে ৬২ শতাংশ মানুষের। তবে এখন প্রশ্ন উঠছে এতদিন ধরে যদি মাত্র ৬২ শতাংশ মানুষের কাজ সম্পন্ন হয়, তাহলে এখন মাত্র ৭-৮ দিনের মধ্যে কিভাবে বাকিদেরটা সম্পূর্ণ হবে?

ration card,রেশন কার্ড,বাংলা,বাংলা খবর,bangla news,west bengal,রেশন,ration,আধার কার্ড,aadhaar card

হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এতদিন পর্যন্ত রাজ্যের ৬২ শতাংশ মানুষের রেশন আধার কার্ড লিঙ্ক করা হয়েছে। আর বাকিদেরটার কাজ এখনও চলছে। আর সরকারের এমন ঘোষণার পরবর্তীতে প্রশ্ন উঠতেই, রাজ্য সরকার জানায়, ৩০ শে নভেম্বরের মধ্যে রেশন আধার কার্ড লিঙ্ক যাদের করা হবে না, তাঁরা রেশনের সুবিধা থেকে বঞ্চিত হবে না। রেশন দেওয়া হবে সকলকেই।

খাদ্য দফতরের পক্ষ থেকে জানানো হচ্ছে কিভাবে আপনি বাড়িতে বসেই এই কাজ করে নিতে পারবেন। দেখে নিন-

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাই food.wb.gov.in-তে লগ ইন করে ডানদিকে ‘Notices’- র মধ্যে থাকা ‘Link Ration Card with Aadhaar Card’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে নতুন পেজ খুললে নিজের রেশন কার্ডের ক্যাটেগরি এবং নম্বর দিতে হবে।

এরপর আধার এবং মোবাইল নম্বর আপডেটের অপশন বেছে নিয়ে সেখানে ডিটেইলস দিতে হবে। তারপর আপনার নির্ধারিত নম্বরে একটি ‘OTP’ আসবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর