তারকা ক্রিকেটারদের সামলানোর মন্ত্র ভালো ভাবেই জানেন রবি শাস্ত্রী! এই কারনেই তিনি সবার সেরা।

এবার ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রীর প্রশংসা শোনা গেল প্রাপ্তন পাক ক্রিকেটারের গলায়। প্রাপ্তন পাক ক্রিকেটার বাসিত আলী এইদিন নিজের ইউটিউব চ্যানেলে কোহলিদের হেডস্যার রবি শাস্ত্রীর প্রশংসা করে বললেন, “রবি শাস্ত্রী ম্যান ম্যানেজমেন্টে দক্ষ।”

এইদিন জিম্বাবুয়ের প্রাপ্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ার এর সাথে কথা বলছিলেন প্রাক্তন পাকিস্তানি তারকা বাসিত আলি। সেই সময় বাসিত আলি হঠাৎই বলে ওঠেন, ” রবি শাস্ত্রী ক্রিকেটার হিসাবে বড় মাপের, কোচ হিসাবেও সেই একই। তিনি বলেন অ্যান্ডি ফ্লাওয়ার যদি এই সময় কোচিং করাতেন তাহলে আমি সবার আগে ওনার কথাই বলতাম কিন্তু যেহেতু ফ্লাওয়ার এই সময় কোচিং করান না তাই আমার কাছে এই মুহূর্তে সেরা কোচ হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী।

97707796823930376be77d07a90e399611425ae02c88b7eef3b163d7608ea79fdd9cfc14

বাসিত আলি বলেন আমি একদিন রবি শাস্ত্রীর একটি সাক্ষাৎকার দেখছিলাম সেখানে রবি শাস্ত্রীর দিকে একের পর এক কঠিন প্রশ্ন আসছিল। সেই সমস্ত প্রশ্নের কড়া ভাষায় জবাব দিচ্ছিলেন রবি শাস্ত্রী। এর থেকেই বোঝা যাচ্ছিল যে রবি শাস্ত্রী মানসিক দিক থেকে অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ। আর এই রকম মানুষই দরকার কোচিং এর ক্ষেত্রে কারণ যেকোনো দলের তারকা ক্রিকেটারদের সামলানো খুব একটা সহজ কাজ নয়। তারা সবসময় কোচ কে ঠিকঠাক ভাবে সাহায্য করেন না। তবে রবি শাস্ত্রী যে ধরনের মানসিকতার মানুষ তিনি খুব সহজেই তারকা ক্রিকেটারদের সামলাতে পারবেন। ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে এরকম মানসিকতার কোচের প্রয়োজন কারণ ভারতীয় ক্রিকেট পুরোপুরিভাবে তারকাময়। সেই দলে রয়েছেন বিরাট কোহলির মতো ব্যাটসম্যান, এছাড়াও রয়েছেন রোহিত শর্মা, জাসস্প্রীত বুমরাহর মত ক্রিকেটার। তাদের সামলানো খুব একটা সহজ কাজ নয় আর এই কাজটা রবি শাস্ত্রী খুব সুন্দর ভাবে করছেন এই জন্যই তিনি অন্য সকলের থেকে আলাদা।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর