ভারতীয় দলের কোচ পদ ছাড়তেই ক্ষোভে ফেটে পড়লেন রবি শাস্ত্রী, এভাবে প্রকাশ করলেন নিজের রাগ

বাংলা হান্ট ডেস্কঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সেমিফাইনালের আগেই ছিটকে গিয়েছে বিরাট কোহলির মেন ইন ব্লু। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের পর এত খারাপ পারফরম্যান্সের মুখোমুখি আর কখনোই হতে হয়নি ভারতকে। বিশ্বকাপের পর একদিকে যেমন অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি তেমনই অন্যদিকে কোচ পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রবি শাস্ত্রীও। কোচ পদের মেয়াদ শেষে এবার নিজের ক্ষোভ সরাসরি উগরে দিলেন তিনি।

   

আইসিসির উপর সরাসরি বাক্যবাণ নিক্ষেপ করে শাস্ত্রী জানান, বায়ো বাবেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকে। দীর্ঘদিন এভাবে চলতে পারে না। এভাবে চলতে থাকলে খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচ খেলার আগ্রহ হারিয়ে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি আরও জানান, তারা ছ মাস ধরে বায়ো বাবেলের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতি যথেষ্ট কঠিন। তার দাবি আইপিএল এবং বিশ্বকাপের মাঝে আরেকটু বিরতি থাকলে খেলোয়াড়দের অনেকটাই সুবিধা হত।

একইসঙ্গে তিনি বলেন, “যারা খেলছে, এরা সবাই মানুষ, এরা পেট্রোলে চলে না। আমার মনে যে প্রথম যা আসে তা হল সান্ত্বনা। আমি মানসিকভাবে ক্লান্ত, আমার বয়সে এটা ঘটবে বলেই আশা করি। কিন্তু এই খেলোয়াড়রা মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত।” একইসঙ্গে ভারতের এই খারাপ পারফরম্যান্স নিয়েও নিজের বাক্যবাণ দেগেছেন তিনি।

Ravi Shastri,BCCI,Sourav Ganguly,Rahul Dravid,Virat Kohli,Indian team,Indian cricket,রবি শাস্ত্রী,বিসিসিআই,সৌরভ গাঙ্গুলী,রাহুল দ্রাবিড়,বিরাট কোহলি,ভারতীয় দল,ভারতীয় ক্রিকেট

এক্ষেত্রে তার সাফ বক্তব্য হল, “আমরা হার স্বীকার করে নিচ্ছি। আমরা হারকে ভয় পাইনা। জেতার জন্য লড়াই করতে গিয়ে আপনি কোন ম্যাচ হেরে যেতেই পারেন, কিন্তু এখানে আমরা জেতার জন্য লড়াই করিনি। কারণ আমরা একটাই x-factor মিস করছিলাম।” প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বকাপের পর ভারতের নতুন কোচ হিসেবে কাঁধে দায়িত্ব তুলে নিতে চলেছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে এবং একজন খেলোয়াড় হিসেবেও যথেষ্ট সফল ছিলেন তিনি। এখন কোচ পদে তিনি সেভাবেই সফল হতে পারেন কিনা, সে দিকেই নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর