ভারতের বিশ্বকাপ জয় নিয়ে রবি শাস্ত্রী টুইট করায় তাকে ধুঁয়ে দিলেন যুবরাজ সিং।

2011 সালের 2 ই এপ্রিল মুম্বাইয়ের ওয়ানখেড় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য 50 ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। গতকাল ছিল তারই নবমতম বর্ষপূর্তি। সেই দিন শ্রীলঙ্কাকে হারিয়ে 28 বছর পর ভারতে এসেছিল বিশ্বকাপ। সেই কারণেই ভারতের বিশ্বকাপ জয় নিয়ে বৃহস্পতিবার টুইট করেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। তারপরই টুইটারে রবি শাস্ত্রীকে এক হাত নিলেন সেই বিশ্বকাপে ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া বাঁহাতি ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং।

   

2011 সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শেষ বলে ছয় মেরে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই 28 বছর পর দ্বিতীয়বার ভারত বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল। সেই সময় ধারাভাষ্যকার ছিলেন রবি শাস্ত্রী, যিনি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ।

গতকাল বিশ্বকাপ জয়ের নবম বর্ষপূর্তিতে টুইটারে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী একটি ভিডিও পোস্ট করেন এবং সেখানে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি কে। আর তাতেই চটেছেন সেই বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট হওয়া যুবরাজ সিং। কারণ সেখানে যুবরাজ সিং কিংবা মহেন্দ্র সিং ধোনির নাম কোন ভাবেই উল্লেখ করেননি শাস্ত্রী।

সেই কারণেই শাস্ত্রী কে খোঁচা দিয়ে যুবরাজ সিং পাল্টা টুইট করেন “ধন্যবাদ সিনিয়ার, আপনি আমাকে এবং ধোনিকেও ট্যাগ করতে পারতেন, কারণ আমরা দুজনেও বিশ্বকাপজয়ী।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর