কোহলির কারণে অশ্বিনকে আক্রমণ ফ্যানদের, মিডিয়াকে মোক্ষম জবাব বোলারের

বাংলা হান্ট ডেস্কঃ বিরাট কোহলির ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই নানা ভাবে তৈরি হচ্ছে নানা বিতর্ক। সংবাদমাধ্যমে এমন রিপোর্টও সামনে এসেছিল যে দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড়ই কোহলির অধিনায়কত্ব নিয়ে বিসিসিআইয়ের কাছে মুখ খুলে ছিলেন। একটি ফোন কলের মাধ্যমে তারা সচিব জয় শাহকে এই ব্যাপারটি জানান। ফোন কল কারা করেছিলেন তাই নিয়ে খোঁজ করতে করতে সংবাদমাধ্যমে নাম উঠে এসেছিল প্রধানত তিন বরিষ্ঠ খেলোয়াড়ের। তাদের মধ্যে ছিলেন চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে এবং রবীচন্দ্রন অশ্বিন।

   

এর আগেই বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছিলেন, “সংবাদমাধ্যমে যা তা ছাপা উচিত নয়। আমি পুরো দাবি নিয়ে বলছি যে বিরাট কোহলির ব্যাপারে কেউ অভিযোগ করেনি। বিসিসিআই প্রতিটি মিথ্যা সংবাদের ব্যাখ্যা দিতে পারে না। এই মুহূর্তে ভারতীয় দলের টি -টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন নিয়েও কিছু খবর এসেছে। এখন এটা কে ছড়িয়েছে?”

এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের বর্ষিয়ান অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিনও৷ বৃহস্পতিবার কার্যত সংবাদ মাধ্যমের প্রতি তীব্র কটাক্ষ করে নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আমি একটি হ্যান্ডেল খুঁজছি যার নাম ফেক নিউজ।’ সাথে সাথেই তিনি আরও লেখেন, “ধন্যবাদ বন্ধুরা, আমি এটা পেয়েছি। আমি শুনেছি বর্তমানে এর নাম পরিবর্তন হয়ে আইএএনএস হয়েছে।” কার্যত তিনি পরিষ্কার বুঝিয়ে দেন তাকে জড়িয়ে যে সমস্ত খবরা-খবর সংবাদ-মাধ্যমে প্রচারিত হচ্ছে তার পুরোটাই ভুয়ো।

Ravichandran Ashwin,Arun Dhumal,BCCI,Kohli leaves captaincy,Indian team,রবীচন্দ্রন অশ্বিন,কোহলির অধিনায়কত্ব বিতর্ক বিসিসিআই,অরুন ধুমাল,ভারতীয় দল

প্রসঙ্গত উল্লেখ্য, সংবাদমাধ্যমে এমন খবর বারবারই সামনে এসেছিল যে কোহলি, পুরো ইংল্যান্ড সিরিজে রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে বসিয়ে রাখা দলের সিনিয়র খেলোয়াড়রা অনেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিরাটের ওপর। এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর যে বয়ান দিয়েছিলেন কোহলি, তাতেও ক্ষুব্ধ ছিলেন বেশ কিছু বর্ষীয়ান খেলোয়াড়। আর সেই কারণেই কোহলি কার্যত এক ঘরে হয়ে যেতে শুরু করেন, তাই শেষ পর্যন্ত অধিনায়কত্ব ছাড়া ছাড়া আর কোন উপায় ছিল না তার কাছে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর