নিজের BJP প্রার্থী স্ত্রীয়ের জয়কে জামনগরের মানুষের জয় বলে উল্লেখ করলেন রবীন্দ্র জাদেজা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গুজরাট বিধানসভা নির্বাচনে বিজেপির যে বড় মুখগুলি জিতেছে তাতে সামিল আছেন ভারতের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজার নামও। জাদেজার স্ত্রী জামনগর উত্তর আসন থেকে জয়ী হয়েছেন। রিভাবা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির প্রার্থী ৫৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

রিভাবার জয়ের পর, রবীন্দ্র জাদেজাও নিজের স্ত্রীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন এবং সেই সঙ্গে জামনগরের জনতাকে ধন্যবাদ জানিয়েছেন। জাদেজা টুইট করে নিজের স্ত্রীকে বলেছেন, ‘হ্যালো এমএলএ, আপনিই যোগ্য। জামনগরের মানুষ জিতে গেছে। আমি আমার অন্তর থেকে সমস্ত জামনগরের অধিবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জামনগরে কাজ খুব ভালো হবে আশা করছি। জয় মাতাজী।”

কংগ্রেস সিনিয়র লিডার হরি সিং সোলাঙ্কির আত্মীয়, রিভাবা জাদেজা তিন বছর আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। মজার ব্যাপার হলো এই যে তিনি এমন একটি পরিবারে বিয়ে করেছিলেন যেখানে বেশিরভাগ সদস্য কংগ্রেস সমর্থক। নির্বাচন হওয়ার আগে, তার শ্বশুর অর্থাৎ রবীন্দ্র জাদেজার বাবাকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করতেও দেখা গিয়েছিল। তার ভগ্নিপতি নয়নাবা জাদেজা, একজন কংগ্রেস নেতা, তার দলের প্রার্থীর পক্ষে প্রচারও করেছিলেন।

রিভাবার ননদ, রবীন্দ্র জাদেজার বোন, নয়নাবা জাদেজা আবার কংগ্রেসের প্রতিনিধি। তিনি কিছুদিন আগে বলেছিলেন যে এটি জামনগরে নতুন কিছু নয়। তাই তারা একই পরিবারের আলাদা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষ হয়েও “জাদেজা বনাম জাদেজা” দ্বৈরথে হিসাবে দেখছেন না ব্যাপারটিকে।

নয়নাবা জাদেজা সম্প্রতি বলেছিলেন, “জামনগরে আদর্শগত পার্থক্য সহ এরকম অনেক পরিবার আগেও ছিল, এখনও আছে। এর জন্য আমার ভাইয়ের প্রতি আমার ভালবাসা কোনওভাবেই কমে যায়নি, সেটা একই রকম রয়েছে। আমার ভাতৃবধূ এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী। আত্মীয় হিসাবেও তিনি ভাল খুবই ভালো।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর