এবার রাজনীতির ময়দানে “এন্ট্রি” নিলেন জাদেজা! স্ত্রীকে অনুসরণ করেই যোগ দিলেন BJP-তে

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় দলের অন্যতম তারকা অলরাউন্ডার হলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ক্রিকেটের মাঠে ব্যাট-বল-ফিল্ডিংয়ে সফল এই ক্রিকেটার শুরু করলেন তাঁর জীবনের নতুন ইনিংস। কারণ, এবার রাজনীতির ময়দানে “এন্ট্রি” নিলেন জাদেজা। সম্প্রতি তিনি ভারতীয় জনতা পার্টি তথা BJP-তে যোগদান করেছেন।

BJP-তে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja):

ইতিমধ্যেই এই বিষয়টি রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী তথা বিজেপি বিধায়ক রিভাবা জাদেজা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সামনে এনেছেন। রিভাবা “X” মাধ্যমে পার্টির নতুন সদস্য হিসেবে রবীন্দ্র জাদেজার ছবি পোস্ট করেছেন। পাশাপাশি, তিনি তাঁর পোস্টে জাদেজার বিজেপির সদস্যতা কার্ডের ছবিটিও সামনে এনেছেন।

   

এদিকে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে রিভাবা বলেন, “আমি আমার বাড়ি থেকেই সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছি।” জানিয়ে রাখি যে, সদস্যতা প্রচার অভিযানটি সম্প্রতি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা দিল্লিতে শুরু করেছিলেন। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২ সেপ্টেম্বর প্রথম সদস্য হন।

আরও পড়ুন: আন্তর্জাতিক T20 ম্যাচে লজ্জার রেকর্ড! সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ১০ রানেই গুটিয়ে গেল এই দল

রিভাবার রাজনৈতিক সফর: প্রসঙ্গত উল্লেখ্য যে, রিভাবা ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং দল তাঁকে ২০২২ সালে জামনগর বিধানসভা আসন থেকে প্রার্থী করেছিল। সেখান থেকে তিনি AAP প্রার্থী কার্শনভাই কারমুরকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন। এদিকে রিভাবার নির্বাচনী প্রচারের সময় রবীন্দ্র জাদেজাকেও (Ravindra Jadeja) তাঁর সঙ্গে প্রচার করতে দেখা গেছে।

আরও পড়ুন: পকেটে পড়বে টান! পেট্রোল-ডিজেলের দাম একলাফে ৪ টাকা বাড়াল রাজ্য সরকার, মাথায় হাত গ্রাহকদের

আন্তর্জাতিক T20 থেকে অবসর নিয়েছেন জাদেজা: গত জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক T20 বিশ্বকাপ জয়ের পর ৩৫ বছর বয়সী রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) আন্তর্জাতিক T20 থেকে অবসর গ্রহণের ঘোষণা করেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর