সোনা বিক্রি নিয়ে সম্পূর্ণ গুজব ছড়ানো হচ্ছে মিডিয়ায়! জানিয়ে দিলো RBI

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) সোনা বিক্রির খবরকে গুজব বলে আখ্যা দিলো। ধনতেরাসের দিনে বিভিন্ন মিডিয়ায় খবর ছড়িয়েছিল যে RBI ৩০ বছরে প্রথমবার নিজেদের গচ্ছিত সোনা বিক্রি করতে যাচ্ছে। RBI ট্যুইট করে এই সোনা বিক্রি করার খবরের সত্যতা সামনে আনে। প্রসঙ্গত, জালান সমিতি এর আগে বলেছিল, RBI এর সোনা ট্রেডিং করা উচিত। এরপর RBI প্রতি বছর আগস্ট মাস থেকে সোনা ট্রেডিংয়ে অ্যাক্টিভ হয়। যদিও RBI ট্যুইট করে জানিয়েছে যে, মিডিয়াতে বলা হচ্ছে RBI সোনা বিক্রি করছে আর সোনার ট্রেডিং করছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি যে, RBI কোন সোনা বিক্রিও করছে না, আর না ট্রেডিং করছে।

জালান সমিতির সুপারিশ অনুযায়ী, RBI সোনার ট্রেডিংয়ে নির্ধারিত সীমার থেকেও বেশি কামাই করতে পারে। RBI এই বছর এখনো পর্যন্ত মত ১.১৫ মিলিয়ন ডলারের সোনা বিক্রি করেছে। RBI এর সাপ্তাহিক পরিসংখ্যান অনুযায়ী, জুলাই ২০১৯ থেকে ৫.১ মিলিয়ন ডলারের সোনা কিনেছে RBI। আর প্রায় ১.১৫ মিলিয়ন ডলারের সোনা বিক্রি করা হয়েছে।

RBI এর কাছে আগস্ট মাসের শেষ পর্যন্ত ১.৯৮৭ কোটি টাকার সোনা ছিলি। ১১ অক্টোবর ফরেক্স রিজার্ভে ২৬.৭ মিলিয়ন ডলারের মতো সোনা ছিল। ভারতীয় রিজার্ভ ব্যাংক যখন জালান কমিটির সুপারিশকে স্বীকার করার সিদ্ধান্ত নেয়, তখন থেকেই সোনার ট্রেডিং অ্যাক্টিভ ভাবে করা হয়। জালান সমিতিত সুপারিশে বলা হয়েছিল যে, RBI কে সোনার ভ্যালুয়েশনের লাভের যায়গায় সোনার ট্রেডিং করে সেই প্রফিট সরকারের সাথে শেয়ার করা উচিত।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর