টাকার নোট ছিঁড়ে গেলে কী করবেন? জানাল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

বাংলা হান্ট ডেস্ক : অনেক সময় এটিএম থেকে টাকা বের করতে গিয়ে ছিঁড়ে যায় কিংবা টাকার নোট ময়লা হয়ে যায় বলেই যেন না পসন্দ। আর এই ছেঁড়া বা ময়লা হয়ে যাওয়া টাকার নোট নিয়েই যত চিন্তা। কারণ এসব টাকানাকি অনেক ক্ষেত্রে নিতে চায় না গ্রাহকরা তবে এবার সেই ছিঁড়ে যাওয়া বা নোংরা হয়ে যাওয়া টাকার নোট নিয়ে কী করবেন?

তা নিয়ে উপায় বাতলে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাই তো এ বার ছিঁড়ে যাওয়া বা ময়লা হয়ে যাওয়া দুই হাজার টাকা কিংবা অন্যান্য নোট কীভাবে বদল করবেন তার উপায় বলে দিল আরবিআই। আর থেকে আরবিআই অনুমোদিত যে কোনও ব্যাঙ্কে গিয়ে বদলে নেওয়া যাবে আপনার ছেঁড়া বা নোংরা হওয়া টাকা।notes large 1200

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে এবার নোটের অবস্থার ওপর ভিত্তি করেই যে কোনও ব্যাঙ্ক থেকে অর্ধেক বা পুরোপুরি টাকা ফেরত দেওয়া হবে। যেহেতু এত দিন অবধি নতুন দুই হাজার পাঁচ শোভা অন্যান্য টাকার নোট ছিঁড়ে গেলে বা ময়লা হয়ে গেলে সেগুলি ফেরত নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না তাই যথেষ্ট চিন্তিত ছিল দেশবাসী কিন্তু সেই ব্যবস্থা কার্যকর হয়েছে রিজার্ভ ব্যাঙ্কে এমনটাই জানানো হয়েছে।

টাকার পরিস্থিতি বিচার করে ব্যাঙ্কের তরফে পুরো বা অর্ধেক টাকা ফেরত দেওয়া হবে, কিন্তু নতুন নোটগুলি আকারে অনেক ছোট হবে। উল্লেখ্য, 2016 সালের নভেম্বর মাসে হঠাত্ রাতারাতি নোট বাতিলের কথা ঘোষণা করে মোদী সরকার।তাই নতুন করে বাজারে আত্মপ্রকাশ করে দুই হাজার এবং দুশো টাকার নোট একই সঙ্গে পুরনো এক শ পাঁচ শ দশ কুড়ি পঞ্চাশ টাকার নোটের পুনসংস্করণ হয়।

আর এই সব টাকা নিয়ে ফিরে গেলে বা নোট কেটে গেলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে কিন্তু এবার তা থেকে মুক্তি পাবেন সকলে।

সম্পর্কিত খবর