এবার UPI ব্যবহারকারীদের জন্য বড় ঘোষণা RBI-এর! পেমেন্ট করার ক্ষেত্রে দরকার পড়বে না PIN

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে অনলাইনে আর্থিক লেনদেন। যার ফলে সামগ্রিকভাবে অত্যন্ত সহজ হয়েছে লেনদেনের বিষয়টি। দোকানে কিছু কেনাকাটা করা থেকে শুরু করে কারও অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার, প্রতিটি ক্ষেত্রেই অনলাইন মাধ্যমকে বেছে নিচ্ছেন অধিকাংশজন। এদিকে, এইভাবে লেনদেনের ক্ষেত্রে প্রায় প্রত্যেকেই ব্যবহার করেন UPI (Unified Payments Interface)।

এমতাবস্থায়, আপনিও যদি একজন UPI ব্যবহারকারী হন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) UPI লাইট (UPI Lite) ব্যবহারকারীদের জন্য লেনদেনের লিমিট ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার ঘোষণা করেছে। উল্লেখ্য যে, ২০২২ সালের সেপ্টেম্বরে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং RBI দ্বারা UPI Lite চালু করা হয়েছিল। এটি হল UPI পেমেন্ট সিস্টেমের একটি সিম্পলিফায়েড ভার্সান।

লেনদেনের লিমিট ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে: UPI লাইট শুরু করার উদ্দেশ্য ছিল যাতে ব্যাঙ্কের দিক থেকে প্রসেসিং ব্যর্থ হলে ব্যবহারকারীরা কোনো ধরণের সমস্যার সম্মুখীন না হন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আপনি যদি একজন UPI ব্যবহারকারী হন সেক্ষেত্রে আপনি UPI লাইটও ব্যবহার করতে পারেন। এখন ব্যবহারকারীদের জন্য লেনদেনের লিমিট ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার ঘোষণা করেছে RBI।

আরও পড়ুন: কোটি কোটি ভারতবাসীর জন্য বিরাট স্বস্তি! RBI-র এই ঘোষণা মুখে হাসি ফোটাবে আপনারও

এর পাশাপাশি, RBI-এর তরফে এটাও বলা হয়েছে যে UPI লাইটের মাধ্যমে নিয়ার-ফিল্ড প্রযুক্তি ব্যবহার করে UPI-তে অফলাইন পেমেন্ট শুরু হবে। MPC-তে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তথ্য প্রদান করার সময়ে, RBI গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে, ব্যবহারকারীদের ডিজিটাল অর্থ প্রদানের অভিজ্ঞতা বাড়ানোর লক্ষ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করার প্রস্তাব করা হয়েছে। এমতাবস্থায়, UPI লাইটের মাধ্যমে অফলাইনে পেমেন্ট করা যাবে। পাশাপাশি, RBI গভর্নর বলেন এই উদ্যোগের পর দেশে ডিজিটাল পেমেন্টের প্রসার আরও বাড়বে।

আরও পড়ুন: ফের চমক, এবার বিরাট ঘোষণা টাটার! শুনেই থরথর করে কাঁপছে বিদেশি কোম্পানিগুলো

RBI কেন লেনদেনের লিমিট বাড়াল: UPI লাইটের লিমিট বৃদ্ধির অন্যতম মূল কারণ হল এর ফলে সাধারণ মানুষ ছোট লেনদেনের ক্ষেত্রেও UPI ব্যবহার করতে পারবে। উল্লেখ্য যে, UPI Lite চালু হওয়ার পর থেকেই এর লেনদেনের লিমিট বাড়ানোর দাবি উঠতে থাকে। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখে RBI এখন এই লিমিট বাড়িয়ে ৫০০ টাকা করেছে।

 RBI's big announcement for UPI users

AI ব্যবহার করা হবে UPI-তে: এদিকে, RBI গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতা আরও উন্নত করতে AI অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমগুলিকে সংযুক্ত করতে এবং ব্যবহারকারীদের আরও উন্নত পরিষেবা প্রদানে সহায়তা করবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর