রোহিতকে টেক্কা দিল বিরাট, সুপার ওভারে নাটকীয় জয় তুলে নিল RCB

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) দশম ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royel challengers Bangaluru) এবং রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এই ম্যাচে সুপার ওভারে রোহিত শর্মা কে টেক্কা দিল বিরাট। নাটকীয় ম্যাচে সুপার ওভারে জয় তুলে নিল রয়েল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)।

গতকাল ম্যাচে প্রথমে ব্যাটিং করে রানের পাহাড় গড়ে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর দেওয়া 202 রানের টার্গেট চেজ করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুম্বাই ইন্ডিয়ান্স। শুরুটা একেবারেই ভাল হয়নি রোহিত শর্মার। মাত্র 8 রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে শূন্য রান করেন সূর্য কুমার যাদব, মাত্র 14 রানে ফিরে যান ওপেনার ডি’কক। তবে এইদিন ব্যাট হাতে জ্বলে ওঠেন তরুণ ক্রিকেটার ঈশান কিসান মাত্র 58 বলে 99 রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন কায়রন পোলার্ড 24 বলে 60 রানে অপরাজিত থাকেন তিনি।

264931542edfc3da44fef4bc17abe0cf2b11d5a14f8d0f04f8bc7566bd84463525459ed1a

নির্ধারিত 40 ওভার খেলার পর দুই দলের স্কোর সমান হয়ে যায়। ম্যাচ গড়ায় সুপার ওভারে, সুপার ওভারে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নবদীপ সাইনি। মাত্র 7 রানে আটকে দেন মুম্বাইয়ের ব্যাটসম্যানদের। এরপর সুপার ওভারে ব্যাট করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স, মুম্বাইয়ের হয়ে বল করতে আসেন বুমরাহ। কিন্তু বুমরাহও আটকাতে পারলেন না বিরাট-ডিভিলিয়ার্সদের। দুর্দান্ত বাউন্ডারি মেরে ম্যাচ জিতে নেয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর