বর্ণবিদ্বেষের মুখে ছাই দিয়ে রিয়াল মাদ্রিদকে জিতিয়ে মাঠেই নাচলেন ভিনিসিয়াসরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রবিবার রাতে মাদ্রিদ ডার্বি শুরুর বেশ কিছুদিন আগে থেকেই উত্তাপের আঁচ চড়তে শুরু করেছিল। গত সপ্তাহে লা লিগায় রিয়াল মাদ্রিদ নিজেদের প্রতিপক্ষ মায়োরকা-কে ৪-১ ফলে হারিয়েছিল। গোল করেছিলেন ফ্রেডেরিকো ভালভার্দে ভিনিসিয়াস জুনিয়র, আন্তোনিও রুডিগার এবং রদ্রিগো। নিজের গোলের পর ট্রেডমার্ক ব্রাজিলিয়ান নৃত্য করে গোলের আনন্দ উদযাপন করেছিলেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড ভিনিসিয়াস জুনিয়র। সেখান থেকেই একটা বিতর্ক শুরু হয়েছিল যা গত রাতের মাদ্রিদ ডার্বির উত্তেজনা বেশ কিছুটা বাড়িয়ে দিয়েছিল।

ভিনিসিয়াসের নাচের মাধ্যমে করা সেলিব্রেশনের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্প্যানিশ ফুটবল এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পেদ্রো ব্রাভো। তিনি বলেছিলেন, “স্পেনে খেলতে গেলে আপনাকে প্রতিপক্ষের প্রতি সম্মান রাখতে হবে এবং ওরকম বাঁদর নাচ করলে চলবে না। আপনাকে যদি নাচতেই হয় তাহলে ব্রাজিলের কোনও সাম্বাড্রোমে গিয়ে নাচতে পারেন।”

তার এই মন্তব্যের পরেই, বিশ্বের প্রতিটি কোনার ফুটবলপ্রেমীরা তাকে ঘৃণায় ধরিয়ে দেন। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলতে থাকা সমস্ত ব্রাজিলিয়ান ফুটবলার একজোট হয়ে সোশ্যাল মিডিয়ায় ভিনিসিয়াস জুনিয়র এর পাশে দাঁড়ান। কিংবদন্তি তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা পেলেও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিনিসিয়াসের পাশে দাঁড়ানোর বার্তা পোস্ট করেন।

ভিনিসিয়াস নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, “যতদিন লোকের কাছে আমার চোখের উজ্জ্বলতার থেকে আমার গায়ের রঙ বেশি গুরুত্বপূর্ণ থাকবে ততদিন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এই যুদ্ধ চলে যাবে। এটা নতুন কিছু নয়। আমি যে সমাজ থেকে বা দেশ থেকে উঠে এসেছে সেখানে নৃত্য করে আনন্দ উদযাপন করা আমাদের সংস্কৃতির একটা অংশ। একজন বিজয়ী ব্রাজিলিয়ানের আনন্দ ইউরোপের অনেকের কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তা আমি জানি। এই ধরনের ঘটনার স্ক্রিপ্টগুলি শেষ পর্যন্ত ‘আমাকে ভুল বোঝা হয়েছে’ ধরনের অজুহাত দিয়ে শেষ হয় তবে আমি সেই বর্ণবিদ্বেষীকে বলতে চাই যে আমি নাচ করা থামাবো না সে ব্রাজিলের সাম্বাড্রোম হোক কিংবা রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম বের্ণাবাউ, আমি নেচেই উদযাপন করব।”

তার এই মন্তব্যের পর যখন রিয়েল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানায় পা রাখে তখন স্টেডিয়াম থেকে বেশকিছু দর্শক ভিনিসিয়াসের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য ছুড়ে দেন। এই বর্ণবিদ্বেষী অ্যাটলেটিকো সমর্থকদের যোগ্য জবাব দিয়ে ২-১ ফলে ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ।

ভিনিসিয়াস জুনিয়র গোল পাননি, তবে তার নৃত্য থমকে থাকেনি। সমার্থে অরেলিয়ান চুয়ামেনির দুর্দান্ত পাস থেকে গোল করেন রিয়ালের আর এক তরুণ ব্রাজিলিয়ান রদ্রিগো গয়েস। গোল করা মাত্র ভিনিসিয়াস এর সাথে নৃত্য করে সেই গোলের আনন্দ উদযাপন করেন দুই ব্রাজিলিয়ান। পরের ম্যাচের ৩৬ মিনিটে লুকা মদ্রিচের অসাধারণ পাস ধরে আচমকা গতি বাড়িয়ে অ্যাটলেটিকো ডিফেন্সকে ফাঁকি দিয়ে বল গোলের দিকে ঠেলে দেন ভিনিসিয়াস। তো তার দুর্ভাগ্য যে বল গোল পোস্টে লেগে ফিরে আসে। তবে সেই ফিরতি বলকে জোরালো শটে জালে জড়িয়ে দেন রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফ্রেডরিকো ভালভার্দে। দ্বিতীয়ার্ধে অ্যাটলেটিকোর হার্মোসো একটি গোল শোধ করে ছিল ঠিকই কিন্তু তাতে লাভ হয়নি।

চলতি মরশুমে টানা ৯ ম্যাচে জিতল রিয়াল। স্প্যানিশ লিগে টানা ছয়টি ম্যাচ জিতে লিগের শীর্ষে রয়েছেন ভিনিসিয়াসরা দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে আপাতত ২ পয়েন্টে এগিয়ে কার্লো আনসেলোত্তির ছেলেরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর