Realme,Xiaomi-দের দিন শেষ! ১৫ হাজার টাকার কমে দুর্দান্ত ফোন আনছে ভারতের micromax, জেনে নিন কি কি আছে এই ফোনে

realme, Xiaomi এর মতো চীনা (china) কোম্পানির দিন কি তবে শেষ? ভারতে micromax এর কামব্যাকে এমনটাই ভবিষ্যত দেখছেন অনেকে। ১৫ হাজার টাকার কমে এই সংস্থা যে মোবাইলগুলি আনছে তাতে ভারতে চীনা ফোনের বাজারে বড়সড় ধস নামতে পারে।

IMG 20201017 115405 1

কিছুদিন আগেই মাইক্রোম্যাক্সের অন্যতম প্রতিষ্ঠাতা রাহুল শর্মা নিজের টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। যদিও টুইট ভিডিওতে স্মার্টফোন সিরিজ সম্পর্কে কোনও তথ্য শেয়ার করেননি তিনি।

রাহুল বলেন, প্রধানমন্ত্রী যখন আত্মনির্ভর ভারতের ঘোষণা করলেন, তখন থেকেই আমরা এটি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই মাইক্রোম্যাক্স নতুন ‘ইন’ সিরিজের মোবাইল ভারতে ফিরে আসছেন। ভিডিওতে রাহুল শর্মা আসন্ন স্মার্টফোনটির বাক্সও দেখিয়েছেন। এবার জানা গেল ফোনটির স্পেসিফিকেশনও

জানা গেছে, এই ফোনে থাকতে পারে সাড়ে ছয় ইঞ্চি এইচডি ডিসপ্লে ও পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি। দুই ও তিন জিবি অপশনে পাওয়া যাবে এই ফোন। থাকছে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি, ৭ থেকে ১৫ হাজারের রেঞ্জে আসছে এই ইন সিরিজ। থাকছে স্টক অ্যান্ড্রয়েডও। মেডিয়াটেকের P22, P30 ও G25 প্রসেসর ব্যাবহার করা হবে বলেও জানা যাচ্ছে।

 

সম্পর্কিত খবর