পজেসিভ উত্তম কুমার ভেঙে দিয়েছিলেন সম্বন্ধ! এই কারণে আর বিয়েই করেননি সাবিত্রী চট্টোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্ক: বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। একটা সময় দাপিয়ে বাংলা সিনেমার অভিনয় করলেও এখন আর সেভাবে বড়পর্দায় দেখা যায় না এই বর্ষীয়ান অভিনেত্রীকে। তবে ৯০ ছুঁইছুঁই এই অভিনেত্রী এখনও চুটিয়ে অভিনয় করছেন বাংলা সিরিয়াল গুলিতে।

সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) আজও কেন অবিবাহিত?

দীর্ঘদিনের অভিনয় জীবনে একাধিক হিট সিনেমায় তিনি নায়িকা হয়েছিলেন স্বয়ং মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar)। আর তখনকার দিনে উত্তম উত্তম কুমারের নায়িকা হওয়া মানেই  ছিল অনেকের কাছে হিংসার পাত্রী হওয়া। তবে উত্তম কুমার বিবাহিত হলেও আজীবন অবিবাহিত থেকে গিয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। কিন্তু কেন? মাঝে গুঞ্জন উঠেছিল সাবিত্রী দেবী আর উত্তম কুমার নাকি একসাথে থাকছেন।

   

তবে এই খবর যে পুরোটাই রটনা ছিল তা একবার নিজের মুখে জানিয়েছিলেন স্বয়ং এই বর্ষিয়ান অভিনেত্রী। তবে হ্যাঁ তিনি একথাও স্বীকার করেছিলেন যে তিনি উত্তম কুমারকে ভালোবাসতেন আসলে উত্তম কুমার এমনই একজন মানুষ যাকে ভালো না বেসে থাকা যায় না। ১৯৩৭ সালে বাংলাদেশের কুমিল্লার কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: আবার ফিরছে রাজা-মাম্পি জুটির রোম্যান্স? রাহুল রুকমাকে ‘কাছের মানুষ’ বলতেই শুরু জল্পনা

তবে ভারত ভাগের সমান তিনি চলে আসেন এপার বাংলায়। প্রথম জীবনে অর্থ কষ্ট দূর করতে অভিনয় জগতে এসেছিলেন সাবিত্রী দেবী। ১৯৫১ সালে ‘সহযাত্রী’ সিনেমার হাত ধরেই তিনি প্রথম সুযোগ পান বড়পর্দায়।  প্রথম দিকে উত্তম কুমারের পার্শ্ব নায়িকার  ভূমিকায় দেখা গিয়েছে তাঁক। এরপর যদিও দুজনে একসাথে জুটি বেঁধে অভিনয় করেছেন একাধিক হিট সিনেমায়।

Sabitri 2

একবার সংবাদমাধ্যমে সাবিত্রী চট্টোপাধ্যায় জানিয়েছিলেন একসময় তাঁর একাধিক সম্বন্ধ নাকি ভেঙে  দিয়েছিলেন স্বয়ং মহানায়ক। কারণ উত্তম কুমার নাকি সাবিত্রী দেবীর প্রতি পজেসিভ ছিলেন। এপ্রসঙ্গে এক অকপট সাক্ষাৎকারে সাবিত্রী চট্টোপাধ্যায় বলেছিলেন, ‘উত্তমের সঙ্গে প্রেম ছিল। ভালোবাসা এক জিনিস, তবে আমি কখনোই চাইনি কেউ তার সংসার ভেঙ্গে আমার কাছে চলে আসুক। আমি কারোর ঘর ভাঙবো না। যার জন্য আমার নিজের ঘর হয়নি। তবে উত্তম কুমারকে পাইনি বলে বিয়ে করিনি তা নয়।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর