ক্লাব থেকে উদ্ধার বিস্ফোরক,গ্রেফতার ক্লাব সম্পাদক

নিজস্ব প্রতিনিধি,বোলপুর,বীরভূমঃ গতকাল সন্ধ্যায় লাভপুর থানার অন্তর্গত হাতিয়া গ্রামে একটি ক্লাব থেকে লাভপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১২ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করে। এই বোমা তৈরির সরঞ্জাম রাখার দায়ে ক্লাবের সম্পাদক অসিত বাগদিকে পুলিশ গ্রেফতার করে। আজ তাকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে লাভপুর থানা। জানা গেছে,গ্রেফতার হওয়া ক্লাবের সম্পাদক বিজেপির সমর্থক। কিন্তু এই অভিযোগটি অস্বীকার করে বিজেপির সহ-সভাপতি বিশ্বজিৎ মণ্ডল বলেন,‘অসিত বাগদি তৃনমূল নেতা। আমাদের কর্মী-সমর্থক নয়।’

লাভপুর থানার অফিসার ইনচার্জ পার্থসারথি মুখার্জি জানান,‘গোপন সূত্রে খবর পেয়ে ক্লাবে যায়। ক্লাবে গিয়ে অনেক বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি। সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ক্লাবের সম্পাদক অসিত বাগদিকে গ্রেফতার করেছি। আমরা আদালতের কাছে পুলিশি হেফাজত চেয়েছি আসামির। আবেদন মঞ্জুর হলেই আসামিকে আমরা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবো। কী কারণে ওইখানে বোমা তৈরির সরঞ্জাম রাখা হয়েছিল সেই নিয়ে আমাদের তদন্ত চলছে।’

সম্পর্কিত খবর