মাস গেলে হাতে আসবে ১১ হাজার! নিয়োগ হবে এই পদে, দুর্দান্ত সুযোগ দিচ্ছে রাজ্যের ভূমি দপ্তর

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বড় সুখবর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ (Recruitment) করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। পশ্চিমবঙ্গের (West Bengal) যেকোনো জেলার বাসিন্দারা এই পদে আবেদনের যোগ্য। সরকারের এই পদে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আমরা জেনে নেব এই প্রতিবেদনে।

কর্মী নিয়োগ (Recruitment) হবে রাজ্যে

বিজ্ঞপ্তি নম্বর : DEO/841/2024

পদের নাম : DEO (ডেটা এন্ট্রি অপারেটর)

মোট শূন্য পদের সংখ্যা : বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মোট ১৫ টি শূন্য পদে নিয়োগ (Recruitment) করা হবে।

আরোও পড়ুন : বিজেপির লালবাজার অভিযান ঘিরে তুলকালাম! অসুস্থ হয়ে পড়লেন সুকান্ত মজুমদার

শিক্ষাগত যোগ্যতা : যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক উত্তীর্ণ সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে ডিগ্রী কোর্সের সার্টিফিকেট থাকলে এই পদে আবেদন জানানো যাবে। এছাড়াও আবেদনকারীর থাকতে হবে মাইক্রোসফট অফিস প্যাকেজের বিভিন্ন সফটওয়্যারে কাজের দক্ষতা।

মাসিক বেতন : নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ১১০০০ টাকা বেতন দেওয়া হবে।

আরোও পড়ুন : রাতেই ঝেঁপে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ফের তাণ্ডব? আবহাওয়ার খবর

বয়সসীমা : ২৭ আগস্ট, ২০২৪ তারিখ অনুযায়ী ২১ থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিরা এই পদে আবেদনের যোগ্য।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক ব্যক্তিদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের ভিজিট করতে হবে purbabardhaman.nic.in এই ওয়েবসাইটে। প্রার্থীর বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে প্রথমে নথিভুক্ত করতে হবে। তারপর নির্দিষ্ট আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথি সহ আবেদন জানাতে হবে।

data entry operator 1495901391

নিয়োগ পদ্ধতি : নিয়োগের (Recruitment) ক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। ১০০ নম্বরের MCQ প্রশ্ন আসবে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসবে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, জেনারেল নলেজ, গণিত এবং রিজনিং বিষয় থেকে।

কোথায় নিয়োগ দেওয়া হবে : পূর্ব বর্ধমান জেলার সংশ্লিট BL&LRO, SDL&LRO এবং DL&LRO অফিসগুলিতে

আবেদনের শেষ তারিখ : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ বিকেল ৫ টা পর্যন্ত


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর