বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে শিক্ষক দুর্নীতির মামলায় সরগরম রাজ্য। ইতিমধ্যেই এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। অন্যদিকে আইনি জটিলতায় আটকে রাজ্যের নিয়োগ প্রক্রিয়াও। এরই মধ্যে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত মাদ্রাসার শিক্ষকরা।
কোন মামলায় স্থগিতাদেশ দিল না হাইকোর্ট (Calcutta High Court)?
হাইকোর্টে তাঁরা মাদ্রাসা শিক্ষক নিয়োগে স্থগিতাদেশের আবেদন জানিয়েছিলেন। অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানিতে সোমবার কোনও অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে এবার এই মামলার শুনানি হবে রেগুলার বেঞ্চে। আগামী ২ জানুয়ারি মামলাটি মেনশন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আর এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৩ জানুয়ারি। উল্লেখ্য কমিশন নিযুক্ত শিক্ষক নিয়োগে বিরাট অনিয়মের অভিযোগ তুলেছে ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত দুজন মাদ্রাসার শিক্ষক।
আরও পড়ুন: রেকর্ড! দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা! ধনী কে? তালিকা দেখলে মাথা ঘুরে যাবে
মামলাকারীদের অভিযোগ কমিশন প্রকাশিত ফলাফলে যোগ্য প্রার্থীদের জন্য কোন কাট অফ মার্কস নেই। নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন তারা। এই পরিস্থিতিতে আগামী ৬ জানুয়ারি মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম এসএলএসটি পরীক্ষায় সফল চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ শুরু হওয়ার কথা রয়েছে।
এই ইন্টারভিউ শুরুর আগেই ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত শিক্ষকদের মামলা উঠেছে কলকাতা হাইকোর্টে। যদিও মামলাকারী শিক্ষকদের গোড়া থেকেই ‘ভুতুড়ে’ বলে দাবি করে এসেছেন শিক্ষক সংগঠন, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম।