মিসেস ঝুনঝুনওয়ালা থেকে রেখা ঝুনঝুনিওয়ালা! এই মহিলার সপ্তাহে আয় কত জানেন? চমকে দেবে হিসেব

বাংলাহান্ট ডেস্ক: দেশের অন্যতম ধনকুবের বিনিয়োগকারীদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala)। ৬,৪৪৬,২৪০টি শেয়ারের মালকিন রাকেশ ঝুনঝুনওয়ালার পত্নী তিনি।  এবার আইপিওর মাধ্যমে ২,৭২৩,১২০টি শেয়ার বিক্রি করতে চাইছেন রেখা (Rekha Jhunjhunwala)৷

রেখা ঝুনঝুনওয়ালার (Rekha Jhunjhunwala) রোজকার

নিজের শেয়ার সর্বোচ্চ ৩৮৯ টাকায় বিক্রি করতে পারলে ১০৫.৯২ কোটি টাকা উপার্জন করতে পারবেন তিনি। শুধু তাই নয়, ইনটেনসিভ সফ্টশেয়ারে ২,২৪০,৬৮০টি শেয়ার বিক্রি করবেন বলে পরিকল্পনা করে ফেলেছেন রেখা (Rekha Jhunjhunwala)। ৮৭.১৬ কোটি টাকা আয় করতে পারেন তিনি। কিন্তু জানেন কি, আইপিও কি?

আরোও পড়ুন : ‘একদম গলা তুলবেন না..,’ আর জি কর শুনানির মাঝেই কাকে ধমক প্রধান বিচারপতির? শোরগোল

একটি প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানি হতে গেলে জনগণের কাছে শেয়ার বিক্রি করতে হয়। এই পদ্ধতিকেই বলে আইপিও। এর মাধ্যমে কোম্পানির অর্থ সংগ্রহ করা, কোম্পানির প্রবৃদ্ধি ঘটানো এবং আর্থিকভাবে স্থিতিশীল হতে সহায়তা করে। মানুষ কোন কোম্পানির শেয়ার কিনতে চাইলে তখনই আইপিও লঞ্চ করে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো।

আরোও পড়ুন : বিনীত গোয়েলের পদত্যাগের দাবি! ‘সিপি আমার কাছে এসেছিলেন…’, এবার বোমা ফাটালেন মমতা

সূত্রের খবর, রেখা ঝুনঝুনওয়ালার (Rekha Jhunjhunwala) পাশাপাশি, আইপিওর মাধ্যমে রেজিস্টার্ড কোম্পানিতে তাঁদের অংশীদারিত্ব বিক্রি করবেন মধু সুরানা, সবিতা আগরওয়াল, সুব্রতো ট্রেডিং অ্যান্ড ফাইন্যান্স, রেখা কেদিয়া, এবং প্রোমোটার গ্রুপ থেকে শকুন্তলা দেবী।বাজার স্টাইল রিটেইলে আইপিও এর মূল্য গ্রে মার্কেটে ১৪১ টাকা হবে। 

Rekha Jhunjhunwala

কোম্পানির ৩৮৯ টাকার প্রাইস ব্যান্ডের বিপরীতে ৫৩০ টাকায় তালিকাভুক্ত হতে পারে এই শেয়ারটি। এই শেয়ারে বিনিয়োগকারীরা ৩৬ শতাংশ লাভ করেন প্রথম দিনেই। কোম্পানির কিছু ঋণ পরিশোধ করতে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহৃত হবে বাজার স্টাইল রিটেইল আইপিও (IPO) থেকে সংগৃহীত করা অর্থ। আইপিও বন্ধ হওয়ার কথা আগামী ৩ সেপ্টেম্বর।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর