করোনার বিরুদ্ধে লড়াইতে রিলায়েন্স, মহেন্দ্রের মতো কোম্পানি করছে সাহায্য, উৎপাদন করছে ভেন্টিলেটর

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস (COVID-19) বিশ্বের প্রায় সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিচ্ছে, কম পড়ছে চিকিৎসা দ্রব্য। বর্তমানে ভেন্টিলেটরেও (Ventilator) সংকট দেখা দিয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে বিভিন্ন দেশ তাঁদের নিজেদের মতো করে রুখে দাঁড়িয়েছে। ভারতও কোন অংশে পিছিয়ে নেই। দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ার ফলে সংকট দেখা দিতে পারে ভেন্টিলেটরসেও।

ভারতের তফর থেকে পিএসইউ কে ১০ হাজার ভেন্টিলেটরের বরাত দেওয়া হয়েছে। এবং ভারত ইলেক্ট্রিকস লিমিটেডের থেকে ৩০হাজারেরও বেশি ভেন্টিলেটর এক থেকে দুই মাসের মধ্যে কেনার বিষয়েও আলোচনা করা হয়েছে। অন্যদিকে এই ভেন্টিলেটর বিষয়ে অন্যান্য কোম্পানিরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রিলায়েন্স থেকে মহিন্দ্রার মতো কোম্পানিরাও এখন ভেন্টিলেটর তৈরিতে সাহায্য করছে।

অনুমান করা যাচ্ছে, ভারতে বর্তমানে ৩০-৪০ হাজার ভেন্টিলেটর আছে। কিন্তু চিকিৎসকরা বলছেন আরও ৮০ হাজার থেকে ১ লক্ষ ভেন্টিলেটর প্রয়োজন হতে পারে। এই সময় বিভিন্ন কোম্পানি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অটো কোম্পানি মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা দুটো বড় সার্বজনিন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে তাঁদের কাজ শুরু করে দিয়েছে। যাতে দ্রুতগতিতে ভেন্টিলেটর প্রস্তুত করা সম্ভব হয়। এছাড়াও অ্যাম্বু ব্যাগ তৈরির কাজ চলছে।

মহিন্দ্রা এন্ড মহিন্দ্রা অটোমোটিভ ডিজাইনের এমডি পবন গোয়েঙ্কা গত বৃহস্পতিবার এক ট্যুইট করে বলেন, ‘বর্তমানে কোম্পানি দুই ভাগে কাজ করছে। একদিকে আমরা অন্য দুই কোম্পানির সঙ্গে মিলিত হয়ে উন্নত এবং আধুনিক মানের ভেন্টিলেটর উতপাদনে কাজ করছি, এবং অন্যদিকে আমাদের ইঞ্জিনিয়ারিং টিমও এই বিষয়ের উপর কাজ করে চলেছে’।

মারুতি সুজুকি এবং টাটা মোটরস এই বিষয়ে কাজ করে চলেছে। এমনকি রিলায়েন্স কোম্পানিও ভেন্টিলেটর তৈরিতে সাহায্য করছে। তাঁরা প্রতিদিন ১ লক্ষ মাস্ক এবং প্রয়োজনীয় দ্রব্য প্রস্তুত করছে। যাতে করে কুরনা ভাইরাসের মোকাবিলা করার জন্য চিকিৎসকদের সাহায্য হয়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর