Jio-র গ্রাহকদের বড় ঝটকা দিলেন আম্বানি! প্ল্যানের দাম বাড়ল ১০০ টাকা

বাংলাহান্ট ডেস্ক: সবচেয়ে সস্তায় মোবাইলের প্ল্যান দিতে রিলায়্যান্স জিও-র (Reliance Jio) জুড়ি মেলা ভার। তাদের থেকে সস্তায় কোনও বেসরকারি টেলিকম অপারেটর মোবাইল রিচার্জ প্ল্যান দিতে পারছে না। গত সপ্তাহেই চারটি নতুন পোস্টপেড প্ল্যান এনেছে জিও। পোস্টপেড গ্রাহকদের জন্য ২৯৯ টাকার একটি প্ল্যান এনেছে তারা। নতুন চারটি প্ল্যান আনলেও এন্ট্রি-লেভেল পোস্টপেড প্ল্যানের দাম বাড়িয়েছে তারা। 

জানা গিয়েছে, জিও-র এন্ট্রি-লেভেল পোস্টপেড রিচার্জ প্ল্যানের ট্যারিফ বেড়ে গিয়েছে। সবচেয়ে কমদামি পোস্টপেড প্ল্যানটির দাম ২৯৯ টাকা। এই প্ল্যানের অধীনে গ্রাহকরা ৩০ জিবি হাই-স্পিড ডেটা পাবেন। একইসঙ্গে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা পাবেন। জিও-র ওয়েলকাম অফার মারফত আনলিমিটেড ৫জি ডেটা পেয়ে যাবেন জিও-র গ্রাহকরা। 

jio happy customer

এই প্ল্যানটি ইন-হাউস অ্যাপ অফারিংয়ের সঙ্গে পাওয়া যায়। এর জন্যজ্ঞ্রাহকদের ৩৭৫ টাকার সিকিউরিটি ডিপোজিট করতে হবে। তবে আপনি যদি জিও-র শর্তের মধ্যে পড়েন, তাহলে আপনাকে এই টাকা দিতে হবে না। তবে এর আগে এই প্ল্যানটি ১৯৯ টাকায় পাওয়া যেত। কিন্তু এখন এই একই প্ল্যান পাওয়া যাবে ২৯৯ টাকায়। সিম অ্যাক্টিভেশনের সময় প্রসেসিং ফি বাবদ ৯৯ টাকাও দিতে হয় গ্রাহকদের। 

গ্রাহকরা চাইলে জিও প্রাইম মেম্বারশিপও নিতে পারেন। এর জন্য তাঁদের ৯৯ টাকা দিতে হবে। এর আগে গ্রাহকরা এন্ট্রি-লেভেল প্ল্যানে পেতেন ২৫ জিবি ডেটা। এর সঙ্গে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধাও পেতেন। প্রাইম মেম্বারশিপের জন্য ৯৯ টাকা দিতে হত গ্রাহকদের। পাশাপাশি, ইন-হাউস অ্যাপসও পাওয়া যেত। তবে এই প্ল্যানটিই এখন পাওয়া যাচ্ছে ২৯৯ টাকায়।

এই প্ল্যানে এখন ৩০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। বাকি সব আফগের মতোই রয়েছে। অর্থাৎ পাঁচ জিবি বেশি ডেটার জন্য ১০০ টাকা বাড়ানো হয়েছে প্ল্যানের ট্যারিফ। উল্লেখ্য, এক সময় ১৯৯ টাকা দিয়ে ২৫ জিবি পোস্টপেড ডেটা পাওয়া যেত। সেই দামই এখন বেড়ে ২৯৯ টাকা হয়েছে। একইসঙ্গে ৩০ জিবি ডেটা পাওয়া যাচ্ছে। চারটি নতুন পোস্টপেড প্ল্যান আসার সঙ্গে সঙ্গে ১৯৯ টাকার প্ল্যানটির দামও বেড়ে হয়েছে ২৯৯ টাকা। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর