পুজোর আগে ফের তালা ঝুলল ভাটপাড়ার জুট মিলে, কাজ হারালেন প্রায় সাড়ে চার হাজার শ্রমিক

বাংলাহান্ট ডেস্ক : মাত্র দুই মাসের ব্যবধানে ফের বন্ধ হয়ে গেল ভাটপাড়ার রিলায়েন্স জুট মিল। পুজোর আগে মিল বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারালেন প্রায় সাড়ে চার হাজার শ্রমিক। হঠাৎ কি কারণে মিল বন্ধ করা হলো তা জানতে চেয়ে জুট মিলের সামনের রাস্তা অবরোধ করলেন শ্রমিকরা।

মালিকানা হস্তান্তরের প্রক্রিয়ার চলার সময় প্রায় তিন মাস বন্ধ ছিল ভাটপাড়ার রিলায়েন্সের জুট মিল। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দু’মাস আগে খুলে যায় জুটমিলের দরজা। এরপর ফের জোর কদমে শুরু হয়ে যায় কাজ। আজ সকালে শ্রমিকরা মিলে কাজ করতে আসলে গেটে দেখতে পান সাস্পেনশন অফ ওয়ার্ক এর নোটিস। সূত্রের খবর, মিলের মধ্যে শ্রমিক অসন্তোষের জেরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মিলের কাজ বন্ধ রাখার।

পুজোর মুখে কাজ হারিয়ে রীতিমত দিশেহারা হয়ে পড়েন জুটমিনের প্রায় সাড়ে চার হাজার কর্মী। কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা কারখানার সামনের রাস্তা অবরোধ করেন। এর ফলে সেই জায়গায় সৃষ্টি হয় প্রবল যানজটের। এরপর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

51408 jutemill13 3 16

উল্লেখ্য ,এই বছর হুগলি জেলার অনেক জুট মিলে কাজ বন্ধ হয়ে গেছে। হুগলির চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল, চাঁপদানির নর্থব্রুক জুটমিল, শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিল এবং ভদ্রেশ্বরের শ্যামনগর জুটমিল বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়েছেন হাজার হাজার কর্মচারী। একের পর এক জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের অন্যান্য জুটমিলের কর্মচারীরা এখন রীতিমতো নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর