পুজোর আগে খুশির হাওয়া তৃণমূলে, সুপ্রিম কোর্ট থেকে বড়সড় স্বস্তি দিল শাসক নেতা-মন্ত্রীদের

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগে বড় স্বস্তি পেলেন তৃণমূলের নেতারা। দেশের শীর্ষ আদালত, তৃণমূল নেতাদের সম্পত্তি বৃদ্ধির মামলায় কলকাতা হাইকোর্টের সাথে ইডির সংযুক্তকরণ খারিজ করে দিল।

সম্পত্তি বৃদ্ধির মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বেশ কিছু তৃণমূল নেতা। আজ সুপ্রিম কোর্ট জানালো যে এই মামলায় অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। সম্পত্তি বৃদ্ধি কোনও অস্বাভাবিক ঘটনা নয়। তাই কলকাতা হাইকোর্টের সাথে এই মামলায় ইডিকে সংযুক্ত করার কোন দরকার নেই।

সম্প্রতি তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তির বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। কলকাতা হাইকোর্ট সেই মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দেয়। স্বর্ণ কমল সাহা সহ একাধিক তৃণমূল নেতা কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের।

ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক,অমিত মিত্র,জ্যোতিপ্রিয় মল্লিক ,অর্জুন সিংহ সহ ১৯ নেতা – মন্ত্রীর সম্পত্তি খতিয়ে দেখার আবেদন জানানো হয় হাইকোর্টে। আইনজীবী শামিম আহমেদ হাইকোর্টে বলেন গত পাঁচ বছরে এই ১৯ জন তৃণমূলের নেতা-মন্ত্রীর সম্পত্তি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। সেই মামলায় কলকাতা হাইকোর্ট ইডিকে পার্টি করার নির্দেশ দেয়।

সুপ্রিম কোর্টের এই ফল ঘোষণা হওয়ার পর কুণাল ঘোষ বলেন, “বিজেপির কুৎসা ব্যর্থ হয়েছে।” কুণালের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বিজেপির শমিক ভট্টাচার্য জানান, “এই ঘটনার সাথে বিজেপির কোন যোগ নেই। সঠিক সময় সত্য সামনে আসবে।”

উল্লেখ্য, এই মামলা দায়ের হওয়ার পর ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু সহ বেশ কিছু তৃণমূল নেতা সাংবাদিক সম্মেলন করে বলেন, “মামলাটিতে তৃণমূলের নেতাদের সাথে সিপিএম ও বিজেপি নেতাদেরও নাম রয়েছে। কিন্তু বিরোধীরা চক্রান্ত করে শুধু তৃণমূলের নাম বারবার নিচ্ছে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর